Samakal:
2025-03-09@20:29:41 GMT

মিষ্টিকুমড়ার কম দামে হতাশ কৃষক

Published: 7th, February 2025 GMT

মিষ্টিকুমড়ার কম দামে হতাশ কৃষক

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে প্রতি বছরের মতো এবারও মিষ্টিকুমড়ার ভালো ফলন হয়েছে। কিন্তু প্রত্যাশিত দাম না পেয়ে কৃষকের আশাভঙ্গ হয়েছে বলে জানা গেছে। 
কৃষকের ভাষ্য, গত বছরও প্রতি কেজি কুমড়া বিক্রি করেছেন ৩০ থেকে ৩২ টাকায়। এ বছর ১০ থেকে ১২ টাকায় নেমে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শীত শেষে বসন্তের আগমনের এই সময়ে আড়িয়ল বিলে শাক-সবজির চাষাবাদ এবং কোথাও কোথাও ধান রোপণ করেছেন কৃষক। ধানের জমির আইলে উৎপাদন করা হয়েছে মিষ্টিকুমড়া ও লাউ। ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায় আড়িয়ল বিলের অবস্থান। বিলের বেশির ভাগ অংশ পড়েছে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদীখানে। আড়িয়ল বিলে ৭ হাজার ৯৭০ হেক্টর আবাদযোগ্য ভূমি রয়েছে। বছরের সব ঋতুতেই এখানে ফসল হয়।

শ্রীনগর ও সিরাজদীখানে আড়িয়ল বিল থেকে মিষ্টিকুমড়া সংগ্রহের ধুম পড়েছে। একই সঙ্গে ট্রলার ও নৌকায় বাজারজাত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। জমি থেকে কুমড়া তুলে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় গাদিঘাট বাজারে। পরে ট্রাকে করে বাজারজাত করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন হাটবাজারে। এবারও একেকটি কুমড়ার ওজন হয়েছে ২০ কেজি থেকে ৯০ কেজি পর্যন্ত। উর্বরতার কারণে আড়িয়ল বিলে মিষ্টিকুমড়া বড় হয়ে থাকে। 

কৃষকরা জানিয়েছেন, আড়িয়ল বিলে সাধারণত দুই রকমের মিষ্টি কুমড়া চাষ করা হয়। একটি দেশি, অন্যটি হাইব্রিড। দেশি কুমড়া আকারে বেশ বড় হয়। রঙও হয় সুন্দর। এ জাতের কুমড়া ইঁদুর ও পোকার কারণে বেশি নষ্ট হয়। এ কারণে অনেক কৃষক হাইব্রিড জাতের কুমড়া চাষের দিকে ঝুঁকেছেন।

মুন্সীগঞ্জের শ্রীনগরের গাদিঘাট এলাকার কৃষক আবুল কাশেম এবারও মিষ্টিকুমড়া ফলিয়েছেন। হতাশা প্রকাশ করে তিনি বলেন, প্রতি কেজি কুমড়া এবার ১০-১২ টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না। গত বছরই এই কুমড়া বিক্রি করেছেন ৩০-৩২ টাকায়। বাজারে অন্য সবজিরও দাম কম।

আড়িয়ল বিলের গাদিঘাট গ্রামের কৃষক সাহাবুদ্দিন হাওলাদার বলেন, এ এলাকায় তাঁর মতো চার হাজার কৃষক আছেন। তারা অন্য ফসলের পাশাপাশি কুমড়াও ফলান। তাদের সবার অবস্থা প্রায় একই। তিনি বলেন, গত কয়েক বছরের মধ্যে এবার কুমড়ার ফলন অনেক বেশি। কিন্তু প্রত্যাশিত দামের চেয়ে অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে।

কৃষক নুরুল হক বলেন, বীজ লাগানোর পর থেকে নিয়মিত পানি-সার দেওয়ার পাশাপাশি অনেক পরিচর্যার কাজ করতে হয়। পরে পাকা কুমড়া বিলের ডাঙার পাড় থেকে শ্রমিক দিয়ে সংগ্রহ করে ঘাট পর্যন্ত আনতে হয়। এরপর পিকআপ বা ছোট ট্রাকে করে পাঠানো ঢাকার কারওয়ান বাজার ও মিরপুরে। শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজে প্রতি ট্রাক কুমড়ায় খরচ হয় প্রায় ১৫ হাজার টাকার মতো। কিন্তু এবার কুমড়ার দাম এতটাই কমেছে যে, উৎপাদন খরচই উঠছে না।

নুরুল হক আরও বলেন, এবার কুমড়া চাষের মৌসুমে সারের দাম বেশি থাকায় উৎপাদন খরচও বেশি পড়েছে। প্রতি বস্তা সার ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, এবার মুন্সীগঞ্জে ২২৫ হেক্টর জমিতে মিষ্টিকুমড়ার চাষ হয়েছে। তাঁর দাবি, প্রতি কেজি কুমড়া কৃষকরা বিক্রি করছেন ১৫-২০ টাকায়।

মুন্সীগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসাইন সিয়াম বলেন, কৃষকরা যেন ভালো দাম পান, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। দেশের যেসব জেলায় কুমড়ার চাহিদা বেশি, সেসব জেলায় সরাসরি কুমড়া বাজারজাত করার উদ্যোগ নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ র নগর ক ষকর

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান। 

সম্পর্কিত নিবন্ধ