যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের দাম বেড়েছে কয়েক গুণ। গত ডিসেম্বরেও ডিমের দাম মোটামুটি স্থিতিশীল অবস্থায় ছিল। এই যখন পরিস্থিতি, তখন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে চুরি গেছে ১ লাখ ডিম। এই চুরির রহস্য ভেদ করতে গলদঘর্ম পেনসিলভানিয়া পুলিশের। ডিম চুরি যাওয়ার পর চার দিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ এ রহস্যের কোনো কূলকিনারা খুঁজে পায়নি।
গত বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র মেগান ফ্রেজার বলেন, ‘আমরা বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছি। তাই আমাদের আশা, কেউ না কেউ কিছু না কিছু জানবে, তারা আমাদের ফোন করবে এবং এই চুরির ঘটনার বিষয়ে কোনো তথ্য দেবে।’
পুলিশ নিজেরাও সম্ভাব্য প্রত্যক্ষদর্শী কাউকে খুঁজে বের করার চেষ্টা করছেন। সিসিটিভি ফুটেজ ঘেঁটে অপরাধীদের শনাক্ত করার চেষ্টাও চলছে। এই রহস্য ভেদ করতে সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছে পুলিশ।
বহু বছর ধরে পুলিশ বিভাগে কাজ করছেন ফ্রেজার। তিনি বলেন, ‘আমার পেশাজীবনে আমি কখনো এক লাখ ডিম চুরি যাওয়ার কথা শুনিনি। নিশ্চিতভাবেই এটা অন্য রকম।’
গত ডিসেম্বরেও যুক্তরাষ্ট্রে গড়ে এক ডজন ডিমের দাম ছিল সোয়া ৪ ডলার। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ডিমের দাম সর্বোচ্চ ৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল।
পুলিশ জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার পর অ্যান্ট্রিম শহরতলির পিট অ্যান্ড জেরিস অর্গানিকস নামে একটি দোকানের পণ্য বিতরণ গাড়ি থেকে এক লাখ ডিম চুরি যায়।
চুরি যাওয়া ডিমের বাজারমূল্য ৪০ হাজার ডলারের বেশি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফ্রেজার। তিনি বলেন, এর মানে এটি একটি গুরুতর অপরাধ।
বার্ড ফ্লুর কারণে যুক্তরাষ্ট্রের খামারিরা এক মাসের মধ্যে লাখ লাখ মুরগি মেরে ফেলতে বাধ্য হয়েছেন। এ কারণে দেশটিতে হঠাৎ ডিমের দাম রকেট গতিতে বাড়তে শুরু করে। দুই বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্রে এখন ডিমের দাম দ্বিগুণের বেশি। সামনে ইস্টার উৎসব, কিন্তু অদূর ভবিষ্যতে ডিমসংকটের সমাধান হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
পিট অ্যান্ড জেরিস অর্গানিকস কর্তৃপক্ষ এক বিবৃতিতে ডিম চুরির ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করার কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছি এবং যত দ্রুত সম্ভব চুরি রহস্যের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রহস য
এছাড়াও পড়ুন:
ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন
ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার ভোরে রাজধানীর কয়েকটি থানা ঘুরে দেখছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা (ক্রম অনুযায়ী) পরিদর্শন করছেন।