ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ এপ্রিল) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৮৯ পয়েন্ট কমে ১ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪৪টি কোম্পানির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।

এদিন ডিএসইতে মোট ৫২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৪৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩.০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে ৯৪৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮.৫৭ পয়েন্ট কমেছে ১২ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৫টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।

সিএসইতে ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ