সাত ফ্র্যাঞ্চাইজি নিয়ে ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা ওঠে। উদ্বোধনী ম্যাচে পাঁচ বছর পর ফেরা ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর অধিনায়কের জার্সি ছাড়া টসের বিতর্ক দিয়ে শুরু, এরপর দিন যত গড়ায়, ম্যাচ যত বাড়তে থাকে বিতর্ক ছড়িয়ে পড়ে লাগামহীন ভাবে। সরকারি হস্তখেপ পর্যন্ত করতে হয়েছে।

তবু মাঠের ক্রিকেটে ছিল রান উৎসব, দর্শকদের চাহিদা ছিল আকাশছোঁয়া, টিকিট বিক্রির আয় গড়েছে রেকর্ড; সবমিলিয়ে বিপিএল নিয়ে সমালোচনা যেমন ছিল তুঙ্গে বাইশ গজের লড়াই নিয়ে আলোচনাও ছিল অনেক। অবশেষে আজ শুক্রবার সন্ধ্যায় ফাইনালের মহারণ দিয়ে শেষ হতে যাচ্ছে বিতর্কের বিপিএল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ফাইনাল মুখোমুখি হবে ফরচুন বরিশাল-চিটাগং কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের সঙ্গে চিটাগং লড়াই করবে প্রথম ট্রফির জন্য। এর আগে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি ২০১৩ সালে ফাইনালে উঠেছিল, ১১ বছর পর আবার শিরোপা জয়ের হাতছানি।

আরো পড়ুন:

‘স্ট্রেচার’ থেকে নেমে আলিসের ‘চার’, শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে চিটাগং

হেটমায়ার ঝড়ে শেষ চার ওভারে ৬৯, খুলনার চ্যালেঞ্জ

জমজমাট লড়াইয়ে ফাইনালে নাম লেখানো চিটাগংকে কৃতিত্ব দিচ্ছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, “মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে তারা ডিজার্ভিং। এমন না যে শুধু সেমিতে এসে খেলেছে। টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেছে। ম্যানেজমেন্টের অনেক কৃতিত্ব পাওনা।”

টুর্নামেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক বরিশাল। দেশি-বিদেশি মিলিয়ে স্কোয়াডের শক্তিও বেশ। যোগ দিয়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। তাতে শক্তি বেড়ে হয়েছে আরও কয়েকগুণ। সেই তুলনায় চিটাগং কিংস পিছিয়ে আছে। তবে এমনটা মানতে চান তামিম।

“ট্রফি এমন জিনিস যারা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও চাইবে ৬ বার হতে। আমরাও অবশ্যই চাইব আবার নিতে। প্রতিপক্ষও অনেক ভালো ক্রিকেট খেলছে। খুলনা দারুণ দল। শেষে ২ বিদেশি নিয়ে অনেক শক্তি বাড়িয়েছিল। শেষ ম্যাচেও দেখা গেছে কিছুই প্রেডিক্ট করা যায় না। আপনার ভালো প্লেয়ার থাকতে পারে তবে নির্দিষ্ট দিনের পারফরম্যান্স ম্যাটার করে। কালই ফাইনাল আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ১৩-১৪ ম্যাচে যা করেছি সব সেভাবেই করতে হবে ভিন্ন কিছু না। আমাদের চেষ্টা করে যেতে হবে সেরাটা দেওয়ার। ফাইনালকে শুধু একটি ম্যাচ হিসেবেই দেখতে হবে।”

ফাইনালে নামে লেখানো চিটাগংয়ে গায়েও লেগেছে বিতর্কের দাগ। দেশি-বিদেশি ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে না দেওয়ায় বারবার শিরোনামে এসেছে। তবে দলটির কোচ টেইটের দাবি এসব কিছু প্রভাব পড়েনি।

“স্কোয়াডের মধ্যে আমরা বিশ্বাস ছড়িয়ে দিতে পেরেছি। ম্যাজিক হতেই পারে। ভালো জিনিস হলো, টুর্নামেন্টজুড়ে আমরা খুব বেশি কিছু পরিবর্তন আনিনি। আমরা এভাবেই টুর্নামেন্টে খেলেছি। কিছুটা ভাগ্যের সহায়তা আছে। তবে আমার মনে হয়, আমরা এখানে থাকার যোগ্য।”

সবমিলিয়ে চ্যালেঞ্জিং ফাইনালের প্রত্যাশা করছেন এই অস্ট্রেলিয়ান কোচ, “আমি মনে করি, সেরা দুই দলের মধ্যেই খেলা হবে। এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। এর আগেও আমরা ক্লোজ কিছু ম্যাচ খেলেছি। এটা যেকোনো দিকেই যেতে পারে। তবে ফাইনাল ম্যাচে আমরা চ্যালেঞ্জ প্রত্যাশা করছি। বরিশাল খুবই ভালো দল। তাদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। আমি মনোযোগটা আমাদের মধ্যেই রাখতে চাই।”

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ত ম ম ইকব ল ব প এল

এছাড়াও পড়ুন:

বদলে গেলে বিপিএল ফাইনালের সময়

আজ (৭ ফেব্রুয়ারি, ২০২৫) ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সূচি অনুযায়ী মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আজ সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল। তবে ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে বিপিএল ফাইনাল।

বরিশালের নেতৃত্বে আছেন তামিম ইকবাল আর চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিথুন। বরিশাল নামছে শিরোপা ধরে রাখার মিশনে। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় চিটাগাং। বন্দরনগরীর দলটি ২০১৩ সালের রানার্সাপ ছিল। 

আরো পড়ুন:

বেড়েছে বিপিএলের প্রাইজমানি 

অবশেষে বিতর্কের বিপিএলের পর্দা নামছে 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ