‘স্ট্যাচু অব ফ্রিডম’ থেকে শেখ মুজিবের ম্যুরাল নামিয়ে আগুন
Published: 7th, February 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জে ‘স্ট্যাচু অব ফ্রিডম’-এ ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নামিয়ে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এই ভাঙচুর চালায়।
উল্লেখ্য দেশে সবচেয়ে উঁচু স্থানে বসানো শেখ মুজিবের ম্যুরাল ছিল এটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর ম্যুরালটি বারবাজার শহরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ বলেন, ‘‘খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল বা স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না।’’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘‘রাতে ছাত্র-জনতা ম্যুরাল ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’’
উল্লেখ্য উপজেলার শমশেরনগরে ১২৩ ফুট উঁচুতে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করেন আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের। তিনি এর নাম রাখেন ‘স্ট্যাচু অব ফ্রিডম’।
সোহাগ//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত র জনত
এছাড়াও পড়ুন:
কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানালেন রাশেদ মাকসুদ
পূর্বের ভুলভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদেরকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসি'র মাল্টিপারপাস হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত এক সভা তিনি এ কথা বলেন।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভায় বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসি'র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসি'র কমিশনার মো. আলী আকবর, বিএসইসি'র কমিশনার ফারজানা লালারুখ এবং বিএসইসির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির সকলকে একত্রিত থাকার অনুরোধ জানান। দেশের পুঁজিবাজার ও অর্থনীতি তথা জাতীয় স্বার্থ বিবেচনায় দেশের গুরুত্বপূর্ণ রেগুলেটরি সংস্থা হিসেবে বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারীদের পরিপূর্ণ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সাথে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন।
কর্মীদের নিষ্ঠা-সততার সাথে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান তিনি। সকলের সহযোগিতায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসির কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সভায় কমিশনের চেয়ারম্যান-কমিশনারগণ পূর্বের সকল ভুলভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে বিএসইসি'র বিভিন্ন বিষয়ের সুরাহার আশ্বাস দেন।
চেয়ারম্যান-কমিশনারগণের আহ্বানে সাড়া দিয়ে বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কমিশনের সাথে পূর্ণ উদ্যম ও শৃঙ্খলার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকা/এনটি/এস