ঘন কুয়াশায় দুর্ঘটনা সড়কে ৭ জন নিহত
Published: 7th, February 2025 GMT
ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জ ও ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দু’জনের। গতকাল বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনা দুটি ঘটে। বুধবার রাতে গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে দুই কলেজছাত্র মারা গেছেন। এ ছাড়া টাঙ্গাইলের কালিহাতী ও সিরাজগঞ্জের চৌহালীতে ট্রাকচাপায় দু’জন এবং জয়পুরহাটের আক্কেলপুরে বাসচাপায় একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে আলী রাজ (৩০) নামে কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান চালক মারা যান। তাঁর বাড়ি পিরোজপুরে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রুমান বলেন, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি ঘোষগাতি এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যানটি ওই দুই যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। একই সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাস তিনটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যানের চালক নিহত হন। আহত হন আরও ২০ জন।
বুধবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার গোপীনাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখানেই প্রাণ হারান ওয়ালিদ খান (১৯) ও সিয়াম মোল্লা (১৯) দুই তরুণ। তাদের বাড়ি গোপীনাথপুর গ্রামে। দু’জনই রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কাঠেরঘর এলাকায় দুর্ঘটনায় প্রাণ গেছে সেনাবাহিনীর সিভিল কর্মী মো.