আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেই অনন্য এক রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। বুয়াওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়ে টেস্ট ইতিহাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর তৃতীয় দল হিসেবে সব টেস্ট খেলুড়ে দেশকে আতিথেয়তা দেওয়ার কীর্তি গড়েছে তারা।  

১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ে এতদিন নিজেদের মাটিতে আফগানিস্তানসহ ১০টি টেস্ট খেলুড়ে দলকে স্বাগত জানিয়েছিল। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ আয়োজনের মাধ্যমে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের তালিকায় নাম লেখাল তারা।  

এর আগে, ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট আয়োজন করে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছিল বাংলাদেশ। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একই অর্জন করে শ্রীলঙ্কা।  

২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনও খুব বেশি টেস্ট খেলেনি। আফগানরা এখন পর্যন্ত খেলেছে মাত্র ৬টি টেস্ট, আর আয়ারল্যান্ড মাঠে নেমেছে ৫ ম্যাচে। তবে এবার আয়ারল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার মাধ্যমে নতুন ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, যা তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ১৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বাহারের জমি-বাড়ি জব্দ
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে কুমিল্লার মনোহরপুরে থাকা ৩৮ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি ও ১৬ কোটি টাকা মূল্যের একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার একই আদালত এ আদেশ দেন। এর আগে গত ১১ নভেম্বর আদালত বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আনোয়ারুলের জমি, ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদকের মামলা চলমান থাকায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের নামে ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় থাকা ২ দশমিক ৪১ একর জমি ও গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন। 

এসব জমি ও ফ্লাটের দলিল মূল্য ৪ কোটি ২৩ লক্ষ ৬১ হাজার ৭২০ টাকা। এছাড়াও আনোয়ারুল আশরাফের নামে বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাবে থাকা ৩ কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার ৩০৭ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ