তুষারে হারাবে বলে থেমে যায় শরীরী তরঙ্গ
আকাশ-বৃষ্টির মতো নিঃসঙ্গ দেয়ালে লেগে থাকা
অবয়বহীন অপ্রতিরোধ্য প্রেমে, উষ্ণ কোনো মাসে,
শান্ত ও অদৃশ্য, হয়তো সে তরঙ্গে জোছনা নীলাভ
ছায়া, চারুশিল্পের পোর্ট্রেট ছুঁয়ে বন্দি হয়ে আছে!
আলোর বিভার মতো প্রপাতের খুব সংগোপনে
সোনালি সৌরভ, শরীর-কিন্নর গন্ধী জাগরণে;
উজ্জ্বল চাঁদের চাঁদোয়ায় ভেসে যেতে চায় জলে,
অথবা প্রেমের ছলসাগরে ডুবে যায় শামুকের
খোলের ভিতর, ঢেউ ভেঙে আসে আনন্দ-বিষাদ:
গোপন তিমিরে ইচ্ছেঘুড়ি; এখনও ঘুমিয়ে আছে,
আকাশের গালিচায় নিজের ছায়ার ঘূর্ণিপাকে
তোমাকে সহসা ছোঁয় অহেতুক মায়াময়রূপে
অন্ধ প্রজাপতি তবু ভ্রমে– ব্যক্তিগত আর্তনাদে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ট্রেনে ঈদযাত্রার ২৭ মার্চের টিকিট মিলবে আজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। এদিন অনলাইনে বিক্রি হয়েছিল ২৪ মার্চের টিকিট। যারা আগামী ২৭ মার্চ ঈদযাত্রা করবেন তারা আজ অগ্রিম টিকিট কিনতে পারবেন। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।
আজ সোমবার সকাল ৮টা থেকে ২৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।
বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে অনলাইনে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন আগামী ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়। শনিবার (১৫ মার্চ) বিক্রি হয় আগামী ২৫ মার্চের টিকিট এবং ২৬ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৬ মার্চ। এ ছাড়া ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন।
টিকিট বিক্রি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। যার মধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টায় পূর্বাঞ্চলের ২৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।