Prothomalo:
2025-03-09@23:21:55 GMT

মাশরাফি-ইমরুলের পর কি তামিম

Published: 7th, February 2025 GMT

‘আমার দলে সম্মানটা আপনার জন্য নিশ্চিত’—অধিনায়ক হিসেবে তামিম ইকবালের মূলমন্ত্র এটাই। গতকালও তিনি কথাটা আরও একবার মনে করিয়ে দিলেন ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে। সম্মানটা যে থাকতেই হবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। তামিম নিজে তো আছেনই, জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ঠিকানাও ফরচুন বরিশাল।

আরও পড়ুনএত কিছুর পর সেই তো শেষ হয়েই যাচ্ছে বিপিএল২ ঘণ্টা আগে

সঙ্গে যোগ করুন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। স্থানীয় এত তারকাকে একই দলে রাখতে সম্মানবোধটা তাই বেশ গুরুত্বপূর্ণ। এক সুতায় গেঁথে রাখার এই শক্তির কারণে গতবার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এবারও চ্যাম্পিয়ন হওয়া থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে তারা।

আজ সন্ধ্যায় বিপিএল ফাইনালে চিটাগংক কিংসকে হারাতে পারলে বরিশাল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরবে। অধিনায়ক হিসেবে তামিম ইকবালও বসবেন মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসের পাশে। বিপিএলের আগের দশ আসরে শুধু মাশরাফি–ইমরুলই যে কেবল টানা দুবার শিরোপা জিততে পেরেছেন। এবার ওই হাতছানি আছে তামিমের জন্যও।

ফাইনালের আগে সতীর্থ জিমি নিশামের সঙ্গে তামিম। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কানাডার নতুন প্রধামন্ত্রী মার্ক কার্নি

কানাডার নতুন প্রধামন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধামন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।

আরও পড়ুনকানাডায় কে হচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি০৭ জানুয়ারি ২০২৫

কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ