এ কেমন নদী তুমি অপ্রিয় স্রোতল, স্ফীতোদর
বাস্তুবিরোধী তোমার জলের হিংস্রতা
বুক জুড়ে মাছের উধাও!
প্রবুদ্ধনগর থেকে
যে যুবক মাছের মড়ক রোধে গেয়েছিল আষাঢ়শ্রাবণ
জলের অতল ভাষা অনুবাদের গভীর প্রতিশ্রুতি ছিল যার
কবে যেন তন্বী সেজে চোখ ঠেরে হৃদয় বিষিয়েছিলে তার
আজ সে অপর
তোমার গরলে তার ঠিকানা বিলীন!
বিরুদ্ধ প্লাবনে তছনছ সৌকর্যগ্রাম
তিল তিল গড়ে ওঠা তীরপ্রিয় সান্দ্র জনপদ
খরজলে ডুবুপ্রায় সুবর্ণশহর
নিশ্চিহ্ন পথের বাঁক, জলাবদ্ধ গলিমুখ
জনপথে সাপের সন্ত্রাস!
ধ্রুপদ সঞ্চয় জুড়ে’ ধোঁয়াসীসা
কোচে বিদ্ধ যাবতীয় মেদুর জলজ
নদীবক্ষ এত দ্রুত হয়ে ওঠে হলুদহিংসুক
আচমকা স্নানের ঘাটে নড়ে ওঠা গ্রীবা, কুমিরের!
আমাদের চারপাশে সাবান জলের বুদ্বুদ, নীলাভ
প্রার্থনার ফাঁক গলে ঢুকে পড়া নদীর অনর্থ!
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে তাকে মারধর করা হয়।
অভিযোগ আছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত মাহমুদুর রহমান মাসুম। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
এ বিষয়ে নিয়ে কথা বলতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার প্রথম আহ্বায়ক।
ঢাকা/রুবেল/রফিক