‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম’ ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব’ আর নেই
Published: 7th, February 2025 GMT
যমুনা সেতুর দুই প্রান্তের স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন দুুটি আর খুঁজে পাওয়া যাবে না।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিটি বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভি এ তথ্য জানায়।
প্রতিষ্ঠানটি বলছে, স্টেশনগুলোর নতুন নাম ৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে।
ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশ দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব) পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট কেনার জন্য অনুসন্ধান করতে বলা হয়েছে।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এক রাতে এত দুঃসংবাদ, রিয়াল এখন কী করবে
রিয়াল মাদ্রিদ কিংবা ক্লাবটির সমর্থকদের জন্য কাল রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাপারটি বর্ণনা করেছেন এভাবে—রুডিগারের অস্ত্রোপচার, মৌসুম শেষ। মেন্দির অস্ত্রোপচার, মৌসুম শেষ। আলাবার অস্ত্রোপচার, মৌসুম শেষ। লুকাস ভাসকেজ ২ ম্যাচ নিষিদ্ধ। রুডিগার ৬ ম্যাচ নিষিদ্ধ। অর্থাৎ চোটের কারণে অস্ত্রোপচার, নিষেধাজ্ঞায় রিয়ালের রক্ষণভাগ উজাড়!
আরও পড়ুনরেফারিকে আক্রমণ করে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার, বেলিংহামরা কে কত ম্যাচ১৯ মিনিট আগেসবার আগে এসেছে রুডিগারের মৌসুম শেষ হওয়ার খবর। গতকাল তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের পর জানা গেল, আট সপ্তাহের জন্য রিয়াল সেন্টারব্যাককে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ লিগ মৌসুম শেষ রুডিগারের। ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। এরপর গভীর রাতে দুঃসংবাদ ভেসে আসে এক এক করে।
কোপা দেল রে ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন মেন্দি