দেশের যেসব ভ্যাটযোগ্য প্রতিষ্ঠান বিশেষ করে, যাদের বার্ষিক টার্নওভার ভ্যাটযোগ্য- এমন সুপারশপ, শপিংমলসহ সিটি করপোরেশন, জেলা-উপজেলা শহরের মার্কেট, উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হচ্ছে।

এসব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে নিবন্ধন মাস ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সব ভ্যাট কমিশনারেটকে এনবিআর থেকে নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, সারাদেশে বহু ভ্যাটযোগ্য প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো এখনও নিবন্ধনের আওতায় আসেনি। বিশেষ করে হোটেল, সুপারশপ ও শপিংমল। কৌশলে বহু প্রতিষ্ঠান নিবন্ধন আওতার বাইরে রয়েছে। ফলে সঠিকভাবে ভ্যাট পাচ্ছে না সরকার। নিবন্ধনের আওতার বাইরে থাকা এসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সংস্থাটির এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি হবে ভ্যাট কমিশনারদের নিবন্ধন মাস এবং মার্চ হবে এনবিআরের ভ্যাট নিবন্ধন মাস।

এনবিআরের নির্দেশনায় বলা হয়, দেশে ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা চালু হলেও ভ্যাটের আওতা প্রত্যাশিত পর্যায়ে বিস্তৃত হয়নি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪ ও ১০ ধারায় ভ্যাট নিবন্ধনযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধন ও তালিকাভুক্তির বাধ্যবাধকতা রয়েছে।

একই সঙ্গে ২০১৯ সালের ১৭ জুলাই এনবিআরের জারি করা আদেশ অনুযায়ী, কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে বার্ষিক টার্নওভার নির্বিশেষে এবং দেশের সব সুপারশপ, শপিংমলসহ সিটি করপোরেশন ও জেলা শহরের সব উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী নিবন্ধন গ্রহণের ব্যবস্থা করতে চিঠিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র আওত য়

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
শাইনপুকুর-লিজেন্ডস অব রূপগঞ্জ
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস।

ধানমন্ডি ক্লাব-গাজী গ্রুপ
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব।

গুলশান-অগ্রণী ব্যাংক
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

মেয়েদের আইপিএল
মুম্বাই ইন্ডিয়ানস-গুজরাট জায়ান্টস
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস ১।

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হাম-নিউক্যাসল
সরাসরি, রাত ২টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।

লা লিগা
এস্পানিওল–জিরোনা
সরাসরি, রাত ২টা;
জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ