কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার অন্তর্গত বিএনপির সব উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা এবং পৌরসভার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ ৬সদস্যবিশিষ্ট আহ্বায়কের স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার তৃণমূল পর্যায়ের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠনের বিষয়ে যথাসময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও স্বাক্ষর করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ডা.

মোহাম্মদ মনিরুজ্জামান এবং মো. আখতারুল ইসলাম।

এ বিষয়ে জেলা বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কার্যক্রম আরও সুসংগঠিত করতে শিগগিরই নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে।

শাহীন//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র

এছাড়াও পড়ুন:

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা।                       

বুধবার (৫ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তারা বাংলাদেশি যুবকদের কর্মসংস্থান, বিদেশে শ্রমবাজার অন্বেষণ, তৈরী পোশাক খাতের প্রসার, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, “বাংলাদেশের জনগণ ক্রীড়াপ্রেমী। ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয় খেলা। আর্জেন্টাইন ফুটবলের বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে। গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বাংলাদেশের এই সমর্থনকে স্বীকৃতি দিয়েছে।”

তিনি বলেন, “দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া সেক্টরসহ অন্যান্য ক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ আছে। আমরা কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং পরিবেশ ইস্যুতে একসঙ্গে কাজ করতে পারি।” 

এ সময় উপস্থিত ছিলেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক কাজী আনারকলি, পরিচালক তারিক হাসান, সহকারী সচিব সিয়াম রহমানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ