সাতক্ষীরা জেলা বিএনপির অন্তর্গত সব কমিটি বিলুপ্ত
Published: 7th, February 2025 GMT
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার অন্তর্গত বিএনপির সব উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা এবং পৌরসভার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ ৬সদস্যবিশিষ্ট আহ্বায়কের স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার তৃণমূল পর্যায়ের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠনের বিষয়ে যথাসময়ে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও স্বাক্ষর করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ডা.
এ বিষয়ে জেলা বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কার্যক্রম আরও সুসংগঠিত করতে শিগগিরই নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে।
শাহীন//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এসএসসিতে যশোর বোর্ডের ১০৯ পরীক্ষার্থী পাবে অতিরিক্ত সময়
আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ড থেকে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ১০৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭০ জন পরীক্ষার নির্ধারিত সময়সহ আরও অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। বাকি ৩৯ জন শ্রুতিলেখকসহ অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা কাল শুরু, পরীক্ষার্থীদের প্রতি ১৪ নির্দেশনা ১০ ঘণ্টা আগেবিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিন সময় বৃদ্ধি ও শ্রুতিলেখক নিয়োগের বিষয়টি অনুমোদন করেছেন।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে পরীক্ষা দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করবেন সংশ্লিষ্ট কেন্দ্র সচিব। এ ব্যাপারে সার্বিক নির্দেশনা দিয়ে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো চিঠি যশোর বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
আরও পড়ুনএসএসসি–২০২৫ পরীক্ষা, শিক্ষার্থীদের শেষ মুহূর্তের করণীয়০৬ এপ্রিল ২০২৫যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বাসসকে বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ কিছু ব্যবস্থা নিতেই হবে। সে কারণেই বিশেষ চাহিদাসম্পন্নদের মধ্যে যারা লেখার ক্ষেত্রে খুব ধীরগতির, তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় অনুমোদন করা হয়েছে। যারা শ্রুতিলেখক নিবে, তারা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।’
শ্রুতিলেখক নিয়োগের বিষয়ে তিনি বলেন, পরীক্ষার্থীরা নিজেই তাদের শ্রুতিলেখক নিয়োগ করবে, তবে শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতা কোনোভাবেই অষ্টম শ্রেণির বেশি হতে পারবে না।
আরও পড়ুন১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ২১ ঘণ্টা আগে