জাপানের সংবাদমাধ্যম ‘এনএইচকে ওয়ার্ল্ড’কে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমটি এ সাক্ষাৎকার প্রকাশ করে। এর আগে, বুধবার সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আমরা যখন ক্ষমতায় এসেছি তখনকার পরিস্থিতি বিবেচনা করলে অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছে। কেননা তখন সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচারব্যবস্থা সবকিছু বিধ্বস্ত ছিল।’’

তিনি বলেন, ‘‘একটি গণতান্ত্রিক জাতিতে পরিণত হওয়ার জন্য নির্বাচন অপরিহার্য পদক্ষেপ। চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’’

ড.

ইউনূস বলেন, ‘‘নির্বাচন অনুষ্ঠিত হলে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও শক্তিশালী ভিত্তি পাবে।’’ দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত বছরে অস্থিতিশীল পরিস্থিতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

সাক্ষাৎকারে তরুণ প্রজন্মকে নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘‘তরুণরা যা করতে চায় তা হলো তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করে এবং তা বিশ্বের সাথে ভাগ করে নেয়। ফলে আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখা যাক আমরা কীভাবে আগাই।’’

এ সময় তিনি দেশের বৃহত্তম উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘জাপানের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে।’’

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েও খুশি নন লিভারপুল অধিনায়ক

কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যামকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৪-১ অ্যাগ্রিগেটে প্রতিপক্ষকে হারালেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক ফন ডাইক।  

অ্যানফিল্ডে দাপুটে জয়ে লিভারপুলের হয়ে গোল করেন কোডি গ্যাকপো, মোহাম্মদ সালাহ, ডমিনিক সোবোৎলাই এবং ফন ডাইক। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে অলরেডরা। টটেনহ্যাম এতটাই চাপে ছিল যে, পুরো ম্যাচে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি!  

তবে এমন একতরফা জয়ের পরও দলের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফন ডাইক। তিনি বলেন, 'আমাদের আরও ধারাবাহিক পারফরম্যান্স দরকার ছিল। বিশেষ করে প্রথমার্ধে আমরা আরও বেশি আক্রমণাত্মক হতে পারতাম এবং প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে পারতাম। আমি সেটাই সতীর্থদের বলেছি। তবে শেষ পর্যন্ত জয়টা দলের জন্য দারুণ। এখন আমাদের মনোযোগ এফএ কাপে।'  

এই জয়ে লিভারপুলের মৌসুমে চারটি শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে রইলো। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি, যেখানে এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনাল পিছিয়ে আছে ৬ পয়েন্টে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের গ্রুপ পর্বে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।  

রবিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথ আর্গাইলের বিপক্ষে খেলবে লিভারপুল। এরপর ১৬ মার্চ কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে ক্লপের দল।

সম্পর্কিত নিবন্ধ