ছবি: পেক্সেলস

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নড়াইলে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা

নড়াইলে রমজানে ক্রেতা সাধারণের মনে স্বস্তি দিতে ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে বিনা লাভের (কেনা দামে বিক্রি) দোকান চালু করা হয়েছে।

সোমবার (১০মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা টাস্কফোর্স টিম ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব নড়াইল জেলা শাখার উদ্যোগে পরিচালিত বিনা লাভের দোকানটি উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম আরাফত হোসেন, জেলা ক্যাবের সেক্রেটারি ও টাস্কফোর্স টিমের সদস্য কাজী হাফিজুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, টাস্কফোর্স টিমের সদস্য শুভ মোল্যা, ক্যাব সদস্য স্বপ্না রানী রায় প্রমুখ। 

নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, এই মহতি উদ্যোগের কারণে রমজানে সাধারণ ক্রেতা-ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবে।

আরো পড়ুন:

পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদ
২ ঘণ্টা রেললাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এ দোকানে ডিম, আলু, বেগুন, পেঁয়াজ ও রসুন বিক্রি করা হচ্ছে। প্রতি পিস ডিম ১০.৩০ টাকা, প্রতি কেজি আলু ১৬ টাকা, প্রতি কেজি বেগুন ৫০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৩৫ টাকা, রসুন প্রতি কেজি নতুন ৭০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

ভওয়াখালী গ্রামের ক্রেতা আকিকুর রহমান জানান, বিনা লাভের দোকান থেকে ন্যায্যমূল্যে পণ্যে কিনতে পেরে তিনি খুশি। খোলা বাজারে বেগুন ৬০-৭০ টাকা, রসুন ৮০-৯০ টাকা, পেঁয়াজ ৪০-৪৫ টাকা, আলু ২০ টাকা, ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে ১১-১২ টাকা। অথচ এই দোকান থেকে তিনি বেগুন ৫০ টাকা, আলু ১৬ টাকা, ডিম প্রতি পিস সাড়ে ১০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৭০ টাকা কিনতে পেরেছেন।

দোকানটি পরিচালনায় রয়েছেন হাসিব, শুভ মোল্যা, নওয়াব মোল্যা, শাহারুল, ফাহমিদা ফাইজা এবং একজন ক্যাব সদস্য ও একজন সাংবাদিক প্রতিনিধি।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ