চট্টগ্রাম না বরিশাল? প্রাচ্যের ভেনিস না বার আউলিয়ার দেশ—বিপিএলে শেষ হাসি হাসবে কারা? উত্তর জানা যাবে আজই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় ফাইনালে মুখোমুখি হবে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল।

ফাইনালে ওঠার পথে দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় প্রয়োজনের মুহূর্তে পারফর্ম করেছেন। ফাইনালেও চোখ থাকবে তাঁদের ওপর। শেষ লড়াইয়ের আগে আসুন একবার চোখ বুলিয়ে নিই তাঁদের ওপর।

আরও পড়ুনএত কিছুর পরও শেষ হয়েই যাচ্ছে বিপিএল৫৬ মিনিট আগেচিটাগং কিংস:

আলিস আল ইসলাম:

চিটাগং কিংসের এই স্পিনার এবার বিপিএলে তাঁর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তবে চিটাগং ফাইনালে উঠেছে তাঁর ব্যাটিংয়ে ভর করে। দ্বিতীয় কোয়ালিফায়ারে চোট নিয়েও ৭ বলে তাঁর ১৭ রানের অপরাজিত ‘ক্যামিও’ ইনিংসে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে ওঠে চিটাগং। অর্থাৎ চিটাগংয়ের ব্যাটিংয়ে ভালোভাবে ফিনিশ করতে আটে কিংবা নয়ে ভালো ভূমিকা রাখার সম্ভাবনা আছে আলিসের। বরিশালের শক্তিশালী ব্যাটিংয়ের জন্যও মাথাব্যথার কারণ হতে পারে আলিসের রহস্য–স্পিন। নতুন বলে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে আলিসের কাছ থেকে রান তুলতে হাঁসফাঁস করতে পারে বরিশাল। ১৩ ইনিংসে ৬.

৩২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছেন আলিস।

ফাইনালে কি পার্থক্য গড়ে দিতে পারবেন আলিস

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণকান্দি এলাকার ভেদরার বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে আজ সকালে শহরতলীর নারায়ণকান্দি এলাকার ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের পর এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য। অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সম্পর্কিত নিবন্ধ