চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
Published: 7th, February 2025 GMT
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বেলায়েত হোসেনকে আহ্বায়ক এবং জমির উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সই করা চিঠিতে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।
জানতে চাইলে নতুন কমিটির সদস্যসচিব জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, চিঠিতে বলা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে। কেন্দ্রের বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়া হবে।
২০১৮ সালের ২৬ জুলাই এইচ এম রাশেদ খানকে সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ২০২০ সালের ২২ সেপ্টেম্বর আকার বৃদ্ধি করে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। নতুন কমিটির সদস্যসচিব জমির উদ্দিন ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে পর্যটক অপহরণ করে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪
খাগড়াছড়িতে আট পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন– বেলাল হোসেন, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া বেগম।
এজাহারে বলা হয়, গত ২ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা মোখলিলুর রহমান ও তাঁর সাত বন্ধু সাজেকের উদ্দেশ্যে রওনা করেন। পরদিন তারা খাগড়াছড়ি জেলা সদরে নেমে সকাল সাড়ে ৯টার দিকে মাহিন্দ্রযোগে সাজেকের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তারা অপহরণের শিকার হন। তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ বাবদ আদায় করে অপহরণকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগী মো. খলিলুর রহমান গ্রেপ্তার চারজনসহ আটজনের নাম উল্লেখ করে দীঘিনালা থানায় একটি মামলা করেন।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।