চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বেলায়েত হোসেনকে আহ্বায়ক এবং জমির উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সই করা চিঠিতে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।

জানতে চাইলে নতুন কমিটির সদস্যসচিব জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, চিঠিতে বলা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে। কেন্দ্রের বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়া হবে।

২০১৮ সালের ২৬ জুলাই এইচ এম রাশেদ খানকে সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ২০২০ সালের ২২ সেপ্টেম্বর আকার বৃদ্ধি করে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। নতুন কমিটির সদস্যসচিব জমির উদ্দিন ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কম ট র সদস য

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীর ৪টি আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও পটুয়াখালী জেলার চারটি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে আয়োজিত সভায় এ ঘোষণা দেওয়া হয়। 

কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মোয়াযযম হোসাইন হেলাল প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী-২ (বাউফল) ঢাকা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাওয়ুম।  

জেলা জামায়াতের আমির নাজমুল আহসানের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। 

সম্পর্কিত নিবন্ধ