যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টায় ওয়াশিংটন ডিসিতে ‘হোয়াইট হাউজে’ এই অনুষ্ঠানে তারা যোগ দেন বলে অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়। সেখানে অনুষ্ঠানে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধিদলের ছবিও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি ৭ ঘণ্টা ধরে চলে।

বিএনপির ফেসবুক পেজে বলা হয়েছে, “এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।”

আরো বলা হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সিনেটর, কংগ্রেস সদস্য এবং আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ, কূটনীতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পেশাজীবীরা অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ও নৈশভোজের আয়োজন করেন।
গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র রহম ন সদস য

এছাড়াও পড়ুন:

৮ বছর পর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক

আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল। দর্শকের অব্যাহত আগ্রহের কারণে নাটকটির ভিউ বেড়েই চলেছে। অবশেষে আট বছর আগের সেই নাটকের রেকর্ড ভেঙে দিল আরেক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে।
‘বড় ছেলে’র ভিউ ৫ কোটি ৪১ লাখ। সেখানে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটির ভিউ ২ লাখ বেশি, ৫ কোটি ৪৩ লাখ। গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয়। মাত্র এক বছরেই নাটকটি ভিউয়ে শীর্ষে চলে আসে। নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

শ্বশুরবাড়িতে ঈদ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাইয়া হিমি, নিলয় আলমগীর ও সাবেরি আলম । ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ

  • অপূর্ব-মেহজাবীনের রেকর্ড ভাঙলেন নিলয়-হিমি
  • ৮ বছর পর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক