বাদিউল কবীর সভাপতি, নিজাম উদ্দিন মহাসচিব
Published: 7th, February 2025 GMT
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. বাদিউল কবীরকে সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের নিজাম উদ্দিন আহমেদকে মহাসচিব করে ১১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো.
আরিফুল ইসলাম, আবু বক্কর (সুমন), মো. ফিরোজ কবীর, মো. আলী রেজা, মোহাম্মদ রহমতুল্ল্যাহ বাবু, মো. সাহেব আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান, সহ-অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, সহ-অর্থ সম্পাদক মো. নুরুল আলম, দপ্তর সম্পাদক মো. আব্দুস সবুর, সহ-দপ্তর বায়জিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক মো. আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক সুমন মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো. আরিফ হুসাইন, মো. শফিকুল ইসলাম, মো. সোহাগ, আহসান হাবীব, মো. নাছিমুল আলম, নির্বাহী সদস্য পদে মো. আমির হোসেন, মো. সাহাবুদ্দিন, মো. মঈন উদ্দিন, মো. জুয়েল রানা, মো. আমিনুল ইসলাম, নাসির তালুকদার, সোহেল রানা, মো. ইকবাল হোসেন, মো. শাহিন, মো. খোরশেদ আলম, মো. মিজানুর রহমান, জাকির হোসেন, মাহে আলম (ছোট), মো. কবির মিয়া, মো. আনিসুর রহমান, কাজিমুল ইসলাম, মো. বাতেন, নাকিব হোসেন, তিতুমীর হোসেন, রবিউল ইসলাম, রনজিৎ কুমার শীল, তাজমীন আক্তার, রোমান মিয়া, তৈয়বুর রহমান, জাকির হোসেন, সোহেল রান, মনিরুজ্জামান, ফজলুল হক, মিজানুর রহমান, জাহিদ হোসেন, রিয়াদুজ্জামান, মোললা শামীম আহসান, বোরহান উদ্দিন, মোহাম্মদ আহসান হাবিব, নিজামুল হক, কামরুল হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীরের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এএসএম. আব্দুল হালিম।
প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা, ওবায়দুর রহমান, ড. মো. সুরাতুজ্জামান, অতিরিক্ত সচিব ও সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ফারাহ শাম্মী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশানর নাসরিন জাহান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান মিঞা, দৈনিক যায়যায়দিনের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব গোলাম রাজ্জাক, ২০২৪ আন্দোলনে ছাত্র সমন্বয়ক শহীদ নাসিব হাসান রিয়ান এর পিতা এবং সংযুক্ত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জাফর আহমেদের সহধমির্ণী সাজেদা জাফর পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য মো. তোয়াহা।
এর আগে সংযুক্ত পরিষদের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। সংযুক্ত পরিষদের ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
নঈমুদ্দীন//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম জ ন র রহম ন ল ইসল ম মন ত র আহস ন
এছাড়াও পড়ুন:
‘স্ট্যাচু অব ফ্রিডম’ থেকে শেখ মুজিবের ম্যুরাল নামিয়ে আগুন
ঝিনাইদহের কালীগঞ্জে ‘স্ট্যাচু অব ফ্রিডম’-এ ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নামিয়ে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এই ভাঙচুর চালায়।
উল্লেখ্য দেশে সবচেয়ে উঁচু স্থানে বসানো শেখ মুজিবের ম্যুরাল ছিল এটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর ম্যুরালটি বারবাজার শহরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ বলেন, ‘‘খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল বা স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না।’’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘‘রাতে ছাত্র-জনতা ম্যুরাল ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’’
উল্লেখ্য উপজেলার শমশেরনগরে ১২৩ ফুট উঁচুতে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করেন আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের। তিনি এর নাম রাখেন ‘স্ট্যাচু অব ফ্রিডম’।
সোহাগ//