‘কঠিন ম্যাচ’ই ৫ গোলে জিতে সেমিফাইনালে বার্সেলোনা
Published: 7th, February 2025 GMT
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ ৭–১ গোলে জিতেছিল বার্সেলোনা। একই দলের বিপক্ষে গতকাল রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল কাতালান ক্লাবটি। আগের ম্যাচে বড় জয়ের পরও এই ম্যাচটাতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল বার্সা খেলোয়াড়দের।
মাঠের লড়াইয়ে অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বীতাই হয়নি। এবার ফেরান তোরেসের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দলের হয়ে অন্য দুই গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল। এ জয়ের পথে দুই ম্যাচ মিলিয়ে ভ্যালেন্সিয়ার জালে বার্সা বল জড়িয়েছে ১২ বার।
ভ্যালেন্সিয়ার মাঠে দলটিরই সাবেক খেলোয়াড় তোরেসের গোলে বার্সার এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৩ মিনিট। এরপর ৩০ মিনিটের নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন তোরেস। আর মাঝে ২৩ মিনিটে গোল করেন লোপেজও। অর্থাৎ প্রথম আধাঘণ্টায় ৪ গোল করে ম্যাচটাই একরকম শেষ করে দেয় বার্সা। পরবর্তীতে অবশ্য ৫৯ মিনিটে বার্সার হয়ে আরও এক গোল করে ব্যবধান ৫–০ করেন ইয়ামাল।
আরও পড়ুনব্যবসায় প্রশাসনে পড়া ছেলেটির গোলে রিয়াল সেমিফাইনালে০৬ ফেব্রুয়ারি ২০২৫বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যাটট্রিক করা তোরেস বলেছেন, ‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মেস্তায়ায় খেলা সব সময় কঠিন। আমাদের ভাগ্য ভালো যে আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি এবং সেটাই তাদের ভরাডুবির কারণ হয়েছে।’
লামিনে ইয়ামালের গোল উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল কর
এছাড়াও পড়ুন:
দুই যুবক ও এক শিশুর লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর শ্রীনাথ রায় নামে আড়াই বছর বয়সের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি মৎস্য ঘেরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীনাথ একই গ্রামের কৃষক প্রভাষ রায়ের ছেলে।
মঙ্গলবার সকালে শিশুটি তার মায়ের পেছনে পেছনে হেঁটে বাড়ির পার্শ্ববর্তী একটি মাছের খামারে যায়। এর আধা ঘণ্টা পর শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ওই মৎস্য ঘেরের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
ডুমুরিয়া থানার এস আই নিয়াজ আহম্মেদ বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে। শিশুর স্বজনরা থানায় কোনো অভিযোগ দেননি।
পটুয়াখালীর দশমিনায় মো. মহিউদ্দিন ওরফে ঈসা নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের তরমুজ ক্ষেতের টংঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। মহিউদ্দিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের জাফর ফকিরের ছেলে। তিনি মিশুক গাড়ি চালাতেন।
মঙ্গলবার সকালে গাড়ি নিয়ে বের হন ঈসা। রাতে বাড়ি না ফেরায় তাঁকে ফোন করলে বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। বুধবার দশমিনার চাঁদপুরা গ্রামের বাসিন্দা মাহাতাব হোসেন ক্ষেতে কাজ করতে গিয়ে টংঘরের বেড়ায় রক্ত দেখতে পান। কৌতূহলবশত ঘরের মধ্যে ঢুকে দেখেন খড়কুটা দিয়ে লাশ ঢেকে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি মহাজনকে জানান। মহাজন ইউপি সদস্যকে জানালে তিনি থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।
দশমিনা থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের মা সাহিদা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে জসিম উদ্দিন (১৭) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্য চণ্ডিপুর গ্রামের তিস্তা পিসি গার্ডার সেতুর সংযোগ সড়কের পাশে পতিত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জসিম মধ্য চণ্ডিপুর গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জসিম বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।