যাকে বন্ধু ভাবেন সে কি সত্যিই বন্ধু নাকি বন্ধুর মুখোশ পরে থাকা অন্য কেউ? মাত্র তিনটি আচরণ মূল্যায়ন করলেই এই প্রশ্নের উত্তর পেতে পারেন। আপনার আনন্দ, বেদনার গল্প যাকে শোনাতে চান, যার সঙ্গ আপনার ভালো লাগে তিনিও যদি একইরকম অনুভব করেন তাহলে আপনি সৌভাগ্যবান। কিন্তু সহযোগিতা চাইলে যদি এড়িয়ে যায়, কখনও যদি নিজ থেকে যোগাযোগ না করেন অথবা আপনাকে সফল হতে দেখলে তিনি যদি চুপসে যান; তাহলে সতর্ক হোন।
সহযোগিতা চাইলে কৌশলে এড়িয়ে যান: বন্ধু তো সে, যাকে সময়-অসময়ে, ভালো-মন্দে, প্রয়োজনে-অপ্রয়োজনে পাশে পাওয়া যায়। বন্ধু কোনও সাহায্য চাইলে আপনি যেকোন উপায়ে চেষ্টা করেন তার পাশে দাঁড়াতে। কিন্তু আপনার দরকারে কি বন্ধু সব সময় পাশে থাকেন, বা থাকার চেষ্টা করেন? আপনি সমস্যায় পড়ে তার কাছে সাহায্য চাইলে তিনি যদি কৌশলে এড়িয়ে যান? তাহলে বুঝতে হবে তিনি সুবিধাবাদী বন্ধু।
সে কখনও আগে যোগাযোগ করেন না: বন্ধুত্বের সম্পর্ক শুধু প্রয়োজনের নয়, তিনি আপনার প্রিয়জন। কখনও কখনও বিশেষ প্রয়োজন ছাড়াই দুইজনের কথা হতে পারে, দেখা হতে পারে। বন্ধুত্বে এই পাগলামি না থাকলে কি হয়! একতরফা কোনও কিছুই দীর্ঘস্থায়ী হয় না। কখনও আপনি তাকে ডেকে নেবেন আবার কখনও তিনি আপনাকে ডেকে নেবেন। কিন্তু তিনি যদি নিজে উদ্যোগী হয়ে কখনও কথা না বলেন, তাহলে এই সম্পর্ককে কর্তৃত্ববাদী বন্ধুত্ব বলতে পারেন। প্রকৃত বন্ধুত্বে কর্তৃত্ববাদ থাকে না।
আরো পড়ুন:
হোটেল রুমে লুকানো ক্যামেরা খোঁজার উপায়
নিজেই বানান ভিটামিন কে সমৃদ্ধ ফেসপ্যাক
আপনি সফল হলে তার আচরণ বদলে যায়: আপনি সফল হলে সেই সফলতার আনন্দ আপনার বন্ধুর মনেও প্রবাহিত হবে। কিন্তু আপনার সফলতা যদি তিনি উদযাপন না করেন তাহলে তাকে ঈর্ষাকাতর ভাবতে পারেন। এমন বন্ধুত্ব এগিয়ে নেবেন কিনা একবার ভাবুন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বন ধ ত ব আপন র
এছাড়াও পড়ুন:
রেজাল্ট খারাপ করলে সন্তানকে কতটা শাসন করবেন?
অভিভাবকদের মধ্যে একধরনের অদৃশ্য প্রতিযোগিতাও চলে কোথাও কোথাও। একই প্রতিষ্ঠানে পড়ছে এমন শিশুর সঙ্গে, এমনকি নিজের পরিবারের কারও সঙ্গেও পাল্লা দেওয়ার ভয়াবহ মানসিকতা কারও কারও মধ্যে থাকে। নিজের জীবনের অপূর্ণ স্বপ্নের বোঝা সন্তানের ওপর চাপিয়ে দেওয়ার ভুলটাও করে বসেন কেউ কেউ। অভিভাবকের এমন নেতিবাচক আচরণের প্রভাব সন্তানের ওপর কতটা পড়ে, আদতে এসব বিষয়ে কতটা শাসন করা যুক্তিযুক্ত, এ বিষয়ে জানাচ্ছেন শিশুকিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক ও যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ।
অতিরিক্ত শাসন ভালো নয়চোখ গরম করা, কড়া কথা, বকাঝকা, তিরস্কার, অন্যের সঙ্গে তুলনা, মারধর—এগুলো শিশুর জন্য নেতিবাচক। এমন শাসনে শিশু হীনম্মন্যতায় ভোগে। কড়া শাসন করা হলে বা শাস্তি দেওয়া হলে শিশু ভয় পায়। এ ধরনের আচরণ পেতে থাকলে একসময় তার আত্মবিশ্বাসটাই হারিয়ে যেতে পারে। হতাশায় ভুগতে পারে শিশু। কিছু অভিভাবক ফলাফল হাতে পাওয়া মাত্র শিশুকে তার সহপাঠীদের সামনে শাসন করা শুরু করেন। এ রকম আচরণ শিশুর আত্মমর্যাদায় আঘাত হানে।
আরও পড়ুনশিশুরা কোন বয়সে কী ভয় পায়০৬ নভেম্বর ২০২৪মেজাজ বিগড়ালেসন্তান পড়ালেখার বিষয়গুলোকে কতটা আত্মস্থ করতে পেরেছে, তা বোঝার চেষ্টা করুন