অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে
Published: 7th, February 2025 GMT
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে আনা হয় বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “অভিনেত্রী শাওনের মতো সাবার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে তিনি নজরদারিতে ছিলেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্তের বিষয়ে জানাতে পারেনি পুলিশ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তার হন মেহের আফরোজ শাওন।
ঢাকা/মাকসুদ/এনএইচ/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘স্ট্যাচু অব ফ্রিডম’ থেকে শেখ মুজিবের ম্যুরাল নামিয়ে আগুন
ঝিনাইদহের কালীগঞ্জে ‘স্ট্যাচু অব ফ্রিডম’-এ ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নামিয়ে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এই ভাঙচুর চালায়।
উল্লেখ্য দেশে সবচেয়ে উঁচু স্থানে বসানো শেখ মুজিবের ম্যুরাল ছিল এটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর ম্যুরালটি বারবাজার শহরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ বলেন, ‘‘খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল বা স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না।’’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘‘রাতে ছাত্র-জনতা ম্যুরাল ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’’
উল্লেখ্য উপজেলার শমশেরনগরে ১২৩ ফুট উঁচুতে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করেন আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের। তিনি এর নাম রাখেন ‘স্ট্যাচু অব ফ্রিডম’।
সোহাগ//