এত কিছুর পরও শেষ হয়েই যাচ্ছে বিপিএল
Published: 7th, February 2025 GMT
বাংলাদেশে শেষ মুহূর্তে অনেক কিছু হয়ে যায়। সে জন্য আগে থেকে সমালোচনা করতে নেই। একেবারে শেষ বেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দেখবেন আপনাকে অস্বস্তিতে ফেলে আপনি যেটা চেয়েছেন, সেটার কাছাকাছি কিছু একটা হয়ে যাচ্ছে।
হয়, তবে একটু জল ঘোলা করে। কখনো কখনো গোঁজামিল দিয়েও। আপনি তখন না পারবেন সইতে, না পারবেন কইতে। হয়ে তো গেছে! মেনে নেওয়াটাই একমাত্র গতি। ২০১১ বিশ্বকাপ ও ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে সেটাই দেখা গেছে। বিপিএলও আমাদের প্রতিবছর যেনতেনভাবে শেষ করার এই শিক্ষা দিয়ে যায়।
গতকালের কথাই ধরুন। আজ ফাইনাল, তার আগের দিন দুই অধিনায়ক ট্রফি নিয়ে ফটোসেশন করবেন, এটাই রীতি। গতবার তো এই অনুষ্ঠান বেশ ঘটা করেই হয়েছিল আহসান মঞ্জিলে। এবার ফাইনালের আগের বিকেল পর্যন্তও সে রকম কোনো উদ্যোগ ছিল না বিপিএল গভর্নিং কাউন্সিলের।
এ নিয়ে সংবাদমাধ্যমে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। তামিম ইকবালের সংবাদ সম্মেলনে প্রশ্নও হলো। বিপিএলকে শেষ বেলায় এসে আর বিতর্কিত না করতে বরিশাল অধিনায়ক দিলেন ‘ধরি মাছ না ছুঁই পানি’ জাতীয় উত্তর। তবে অনুচ্চারে বলে দিয়েছেন, এগুলো আগে থেকে পরিকল্পনা করে করলে ভালো হয়। সংবাদ সম্মেলনের পর তামিমকে রসিকতা করে বলা হলো, রাতে কিন্তু ফটোসেশন হতেও পারে। শুনে চমকে উঠে তিনি বলেছেন, ‘আজকে!’ শেষ পর্যন্ত রসিকতাই সত্যি হয়েছে। বিসিবির বিকেলে দেওয়া বার্তা অনুযায়ী বনানীর যে হোটেলে ফাইনালের দুই দল থাকছে, রাতে সেখানে ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে।
একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কাছে আপনার যা কিছু দাবি, তার অনেকটাই এবার পূরণ করেছে মাঠের বিপিএল।৩০ ডিসেম্বর শুরু হয়ে ৪০ দিনের একাদশ বিপিএল ফরচুন বরিশাল–চিটাগং কিংস ফাইনাল দিয়ে শেষ হচ্ছে আজ রাতে। ঢাকা–সিলেট–চট্টগ্রাম–ঢাকায় এই ৪০ দিনে ও রকম কত কী ঘটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হচ্ছে শেষের আনুষ্ঠানিকতা। যাতে খেলা ছাড়াও থাকবে ম্যাচের ফাঁকে ফাঁকে ঢোল–বাদ্যির তালে গানবাজনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালের হাতে বিসিবির পক্ষ থেকে তুলে দেওয়া হবে বিদায়ী সম্মাননা।
৪০ দিনে খেলা হলো, রানের ফোয়ারা ছুটল, সেঞ্চুরি দেখা গেল ৮টি, ব্যাটিং উইকেটেও বোলাররা ম্যাচ জেতালেন অনেক সময়, রোমাঞ্চকর অঘটন ঘটেছে, বড় দল বাদ পড়েছে, গ্যালারি পূর্ণ থেকেছে গাঁটের পয়সা খরচ করে টিকিট কেনা দর্শকে। মোটকথা, একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কাছে আপনার যা কিছু দাবি, তার অনেকটাই এবার পূরণ করেছে মাঠের বিপিএল।
ফাইনালের জন্যই কিউই অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে ফরচুন বরিশাল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাসভবনে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এ সময় তারা নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম মোশাররফ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।
বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মিছিল দিয়ে এসে নাজিরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নাজিরপুর আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। পরে পিরোজপুর থেকে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা নাজিরপুর বাসস্ট্যান্ডে অবস্থিত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাসভবনে ভাঙচুর করে। এ সময় তার বাসভবনে থাকা মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।
এ সময় তারা নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন খানের বাসভবন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু বাসভবন ভাংচুর করা হয়।