ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া ও উন্নয়নের পর সেটি ‘ভূমধ্যসাগরীয় সৈকত’ অবকাশযাপন কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প যেন তাঁর জামাতার স্বপ্নই পুনরুজ্জীবিত করলেন।

এক বছর আগেই জামাতা জ্যারেড কুশনার গাজাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরূপ ধারণা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘সাগরপাড়ের সম্পত্তি’ গাজার অনেক মূল্য।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে হার্ভার্ডের একটি অনুষ্ঠানে জ্যারেড কুশনার বলেছিলেন, ‘গাজার সাগরপাড়ের সম্পত্তি খুবই মূল্যবান হতে পারে, যদি মানুষ সেখানে উপার্জনের দিকে মনোযোগ দেয়।’ আরব-ইসরায়েল সংঘাতকে একসময় ‘ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে আবাসন খাতের দ্বন্দ্বের চেয়ে বেশি কিছু নয়’ বলেও বর্ণনা করেন তিনি।

গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প গাজা দখলে নেওয়ার তাঁর বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। ফিলিস্তিনিরা ছাড়াও ট্রাম্পের পশ্চিমা সমালোচকেরা ওই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন। তাঁরা বলছেন, ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়ন হবে জাতিগত নির্মূলের শামিল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ট্রাম্প আবাসন খাতে বিনিয়োগের সুযোগের সঙ্গে এবারই যে প্রথম গাজাকে টেনে কথা বললেন, তা নয়। গত বছরের অক্টোবরে রেডিওর একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে তিনি বলেছিলেন, যদি গাজাকে ঠিকমতো পুনর্নিমাণ করা যায়, তবে তা ‘মোনাকোর চেয়ে ভালো’ হতে পারে।

(ইসরায়েলের হামলায়) সেখানে (গাজায়) কিছুটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, আমি সেখান থেকে লোকজনকে (ফিলিস্তিনি) সরিয়ে দিতে আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং এরপর সেটি পরিষ্কার করব।জ্যারেড কুশনার, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা

গাজাকে ঢেলে পুনর্নির্মাণ করার ধারণা ২০২৩ সালের ৭ অক্টোবর এ উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পরপরই প্রকাশ হয়েছিল প্রধানত কুশনারের কাছ থেকে। ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার প্রতিশোধ নেওয়ার অজুহাতে গাজায় ওই আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনার তাঁর মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করেন। ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ‘আব্রাহাম চুক্তি’ সই করার ক্ষেত্রেও সহায়তা করেন তিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে হার্ভার্ডের একটি অনুষ্ঠানে জ্যারেড কুশনার বলেছিলেন, ‘গাজার সাগরপাড়ের সম্পত্তি খুবই মূল্যবান হতে পারে, যদি মানুষ সেখানে উপার্জনের দিকে মনোযোগ দেয়।’ আরব–ইসরায়েল সংঘাতকে একসময় ‘ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে আবাসন খাতের দ্বন্দ্বের চেয়ে বেশি কিছু নয়’ বলেও বর্ণনা করেন তিনি।

আরও পড়ুনগাজার দখল নিতে চান ট্রাম্প০৫ ফেব্রুয়ারি ২০২৫

অনুষ্ঠানে কুশনার আরও বলেছিলেন, ‘(ইসরায়েলের হামলায়) সেখানে (গাজায়) কিছুটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, আমি সেখান থেকে লোকজনকে (ফিলিস্তিনি) সরিয়ে দিতে আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং এরপর সেটি পরিষ্কার করব।’ উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদের আগে কুশনার নিউইয়র্কে একজন প্রপার্টি ডেভেলপার ছিলেন।

এ বিষয়ে কুশনারের একজন মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

গাজাকে সমুদ্রসৈকতের অবকাশযাপন কেন্দ্র বানানোর ট্রাম্পের অসম্ভব পরিকল্পনাটি শুনতে ভালো হলেও ফিলিস্তিনিদের জন্য এটি দুঃস্বপ্নের মতো। এ ঘোষণা তাঁদের ‘নাকবা’ বা ১৯৪৮ সালের যুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার শুরুতে তৈরি হওয়া বিপর্যয়কেই মনে করিয়ে দেয়। ইসরায়েলের দখলদারির মুখে ওই সময় ৭ লাখ ফিলিস্তিনি নিজেদের ভূমি থেকে পালিয়ে যান বা তাঁদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

অবশ্য, গাজা দখলে নিয়ে এটিকে অবকাশযাপন কেন্দ্রে রূপ দেওয়ার ট্রাম্পের পরিকল্পনা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

রিয়াদের রয়্যাল কোর্টের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের মত, আরব বিশ্বের উদীয়মান শক্তি সৌদি আরব ট্রাম্পের ঘোষণাকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। এটি তেমন কোনো ভাবনার মধ্যে আনা হয়নি এবং এটি কার্যকর করা অসম্ভব। তাই, দিন শেষে ট্রাম্প নিজেও তা বুঝবেন।

আরও পড়ুন‘আমরা মরব, তা–ও গাজা ছাড়ব না’২১ ঘণ্টা আগে

গতকাল বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনিদের তাঁদের ভূমি থেকে উৎখাত করার যেকোনো চেষ্টা প্রত্যাখ্যান করছে দেশটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাসও ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়েছে।

গাজায় বিনিয়োগ নিয়ে কোনো আলোচনায় কুশনার এরই মধ্যে অংশ নিয়েছেন কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ইতিপূর্বে তাঁর ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি ডলারসহ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে বিনিয়োগ পেয়েছে।

গাজাকে সমুদ্রসৈকতের অবকাশযাপন কেন্দ্র বানানোর ট্রাম্পের অসম্ভব পরিকল্পনাটি শুনতে ভালো হলেও ফিলিস্তিনিদের জন্য এটি দুঃস্বপ্নের মতো। এ ঘোষণা তাঁদের ‘নাকবা’ বা ১৯৪৮ সালের যুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার শুরুতে তৈরি হওয়া বিপর্যয়কেই মনে করিয়ে দেয়। ইসরায়েলের দখলদারির মুখে ওই সময় ৭ লাখ ফিলিস্তিনি নিজেদের ভূমি থেকে পালিয়ে যান বা তাঁদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

আরও পড়ুনগাজাকে দখলে নেওয়ার ট্রাম্পের পরিকল্পনায় কী আছে০৫ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র বল ছ ল ন র দখল

এছাড়াও পড়ুন:

২৮ বছরে আমি পরিবারের মন জয় করতে পারিনি: পপি

কয়েকদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তবে সিনেমার আলোচনা নিয়ে নয়, পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তাঁর মাসহ পরিবারের সদস্যরা। বিষয়টি থানা পর্যন্তও গড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে একেবারেই চুপ ছিলেন চিত্রনায়িকা পপি। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুললেন এই চিত্রনায়িকা।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, ‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালনপালন করেছি তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ। তাদের মনে মত করে নিয়ন্ত্রিত হতে পারেনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিনে পারিনা তাই আমি এখন তাদের কাছে শত্রুর মত।’

এর আগে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে ৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন।

জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক ৬ কাঠা জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আমেরিকাবিরোধী জোটের বীজ বপন করছেন ট্রাম্প
  • রাশিয়ায় মানবপাচার চক্রের এক নারী সদস্য গ্রেপ্তার
  • করুণারত্নের শেষ টেস্টের প্রথম দিনেও বিবর্ণ শ্রীলঙ্কা
  • রাজধানীতে ছিনতাই ঠেকাতে ‘স্মল আর্মস’ পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা: ডিএমপি কমিশনার
  • অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ
  • ‘ট্রাম্প একজন উন্মাদ’: যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনায় ফিলিস্তিনির প্রতিক্রিয়া
  • ২৮ বছরেও আমি পরিবারের মন জয় করতে পারিনি: পপি
  • ২৮ বছরেও আমি পরিবারের মন জয় করতে পারিনি: চিত্রনায়িকা পপি
  • ২৮ বছরে আমি পরিবারের মন জয় করতে পারিনি: পপি