সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
Published: 7th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বিক্ষুব্ধ ছাত্র-জনতা সারাদেশের মতো কিশোরগঞ্জেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে কিশোরগঞ্জ শহরের খরপট্টি এলাকায় আওয়ামী লীগের অফিস এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
পরে একই এলাকার জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর বহুতল ভবনের তালা ভেঙে বাড়িতে ভাঙচুর চালায়।
এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেয়।
এনজে
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
তরঙ্গ
তুষারে হারাবে বলে থেমে যায় শরীরী তরঙ্গ
আকাশ-বৃষ্টির মতো নিঃসঙ্গ দেয়ালে লেগে থাকা
অবয়বহীন অপ্রতিরোধ্য প্রেমে, উষ্ণ কোনো মাসে,
শান্ত ও অদৃশ্য, হয়তো সে তরঙ্গে জোছনা নীলাভ
ছায়া, চারুশিল্পের পোর্ট্রেট ছুঁয়ে বন্দি হয়ে আছে!
আলোর বিভার মতো প্রপাতের খুব সংগোপনে
সোনালি সৌরভ, শরীর-কিন্নর গন্ধী জাগরণে;
উজ্জ্বল চাঁদের চাঁদোয়ায় ভেসে যেতে চায় জলে,
অথবা প্রেমের ছলসাগরে ডুবে যায় শামুকের
খোলের ভিতর, ঢেউ ভেঙে আসে আনন্দ-বিষাদ:
গোপন তিমিরে ইচ্ছেঘুড়ি; এখনও ঘুমিয়ে আছে,
আকাশের গালিচায় নিজের ছায়ার ঘূর্ণিপাকে
তোমাকে সহসা ছোঁয় অহেতুক মায়াময়রূপে
অন্ধ প্রজাপতি তবু ভ্রমে– ব্যক্তিগত আর্তনাদে...