যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপরে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন।  

এর আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন।

বিবিসির খবর বলছে, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।

মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়।

আরও পড়ুনগাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নিজের দলেই বিভক্তি৯ ঘণ্টা আগে

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে,  আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির এই পদক্ষেপের ফলে মার্কিনিরা বিপদে পড়েছে। মার্কিনিরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। যুক্তরাষ্ট্র বার বার সে দেশের কর্মকর্তা ও নাগরিকদের ওপর আইসিসির বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালনার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের১৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইস স র

এছাড়াও পড়ুন:

ফাইনালে চিটাগংয়েরও সমর্থন পাবেন তামিম

বিপিএলের ফাইনালে চট্টগ্রামের দর্শকরা কি দুই ভাগে বিভক্ত হবে আজ? চিটাগং কিংসকে সমর্থন দেবে নিজেদের দল হিসেবে আর ঘরের ছেলে তামিম ইকবালের জন্য থাকবে ভালোবাসা। অম্লমধুর এই বিভাজন হওয়া দোষের কিছু না। বরিশাল চ্যাম্পিয়ন হলে তামিমের কারণে অর্ধেক জেতা হবে চট্টগ্রামেরও। 

যদিও তামিম গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তাদের (চট্টগ্রামের সমর্থক) উচিত চিটাগংকে সাপোর্ট করা। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমের ভক্ত দেশজুড়ে। চিটাগংয়ের ছেলে হিসেবে চট্টগ্রামের মানুষের ভালোবাসায় বরাবরই সিক্ত তিনি। যদিও ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে বেশি সমর্থন পাবেন মিরপুরে। কারণ বরিশালের সমর্থকে পূর্ণ থাকে হোম অব ক্রিকেট। তাই চিটাগংয়ের সমর্থন তামিমের দরকার হবে না। ‘বরিশাল বরিশাল’ স্লোগানে স্টেডিয়াম প্রকম্পিত হলে অটো উজ্জীবিত হবেন অধিনায়ক। 

নিজ দলের সমর্থকদের সম্পর্কে তামিম বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে, আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা; যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি, গ্রুপ পর্ব হোক কোয়ালিফায়ার হোক বরিশালের দর্শক সব সময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এ জন্যই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত ২ বছরে। অবশ্যই চেষ্টা থাকবে, যেন চ্যাম্পিয়ন হতে পারি। ইচ্ছা আছে (লঞ্চে করে)...। আমার মনে হয়, কোনো কারণেই যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করে, তাহলে অবশ্যই।’

সম্পর্কিত নিবন্ধ