জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সহযোগিতায় সম্প্রতি এক মতবিনিময় সভার আয়োজন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ‘ফোরজিং আ শেয়ার্ড ফিউচার’ শীর্ষক সভাটি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। 

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং খাতে যৌথ উদ্যোগ, কনসোর্টিয়াম ও অ্যাসোসিয়েশন সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা, জাইকার কৌশলগত সহযোগিতা পরিকল্পনা, দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারি চুক্তির অগ্রগতি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন  স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, বিডার  নির্বাহী সদস্য ড.

খন্দকার আজিজুল ইসলাম, জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদে, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো, জেবিসিসিআইর সভাপতি তারেক রাফি ভূঁইয়া প্রমুখ। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ফতুল্লার পূর্ব লালপুর এলাকার মৃত সমর আলী বেপারীর ছেলে।

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিল। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন ‘মা-বাবার দোয়া’ নামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

গুলির শব্দ শুনে ছুটে গিয়ে মামুনের নিথর দেহ দেখতে পান আমজাদ। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি রাতে লোড আনলোড সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

অনিক//

সম্পর্কিত নিবন্ধ