মধ্যরাতে শেখ সেলিমের বনানীর বাসায় ভাঙচুর-আগুন
Published: 7th, February 2025 GMT
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, বিক্ষুব্ধ জনতা রাজধানীর বনানীতে সেলিমের বাসায় আগুন দিয়েছে।
ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন তারা।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর গত দুদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বেশ কয়েকটি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে বার্সেলোনা
লা লিগার পর এবার কোপা দেল রে, ভ্যালেন্সিয়াকে একের পর এক ধাক্কা দিয়ে যাচ্ছে বার্সেলোনা। গত মাসের শেষদিকে লা লিগায় ৭-১ গোলে বিধ্বস্ত করার পর এবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে ৫-০ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে কাতালানরা।
বার্সার এ বিশাল জয়ের নায়ক ছিলেন ফেরান তোরেস। মাত্র ৩০ মিনিটেই দুর্দান্ত হ্যাটট্রিক করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বলা যায়, এদিন ঘরের ছেলের হাতেই বিধ্বস্ত হয়েছে ভ্যালেন্সিয়া। তোরেসের জন্মভূমি ভ্যালেন্সিয়ার ফয়েস নামক শহরে, যেখানে তার ফুটবল ক্যারিয়ারের শুরুও হয়েছিল। সেই শৈশবের ক্লাবের বিপক্ষেই বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিলেন তিনি।
মাস্তেলা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে এগিয়ে নেন তোরেস। এরপর ১৭ মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে সেটি গোলে পরিণত করেন তিনি। ৫ মিনিট পর ফারমিন লোপেজের দুর্দান্ত গোল ব্যবধান বাড়িয়ে দেয়। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তোরেস, বার্সাকে এগিয়ে দেন ৪-০ গোলে।
বিরতির পরও বার্সার আধিপত্য বজায় থাকে। ৫৯ মিনিটে ইয়ামাল গোলকিপারের ভুল কাজে লাগিয়ে স্কোরলাইন ৫-০ করেন। এরপর আর কোনো গোল না হলেও, ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে। আগামী বুধবার অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ড্র।