আজ থেকে ‘পাখিদের বিধানসভা’ নিয়ে সুফি নাট্যোৎসব
Published: 7th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ একাডেমিক অনুশীলনকে বৃহত্তর জনসাংস্কৃতিক পরিসরে উপস্থাপনের ধারাবাহিকতায় এবার মঞ্চস্থ করতে যাচ্ছে সুফি জীবনদর্শনভিত্তিক নতুন নাটক ‘পাখিদের বিধানসভা’। নাটকটি রচনা করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন অধ্যাপক আহমেদুল কবির। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের অংশ হিসেবে ১৪ শিক্ষার্থী এ নাটকে অভিনয়ে অংশগ্রহণ করেছেন। আজ শুক্রবার থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাটকটির ৫টি প্রদর্শনী হবে।
৭, ৯ ও ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এবং ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাটকটি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই সুফি নাট্যোৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ইরানের প্রখ্যাত সুফি কবি ও দার্শনিক ফরিদ উদ্দিন আত্তার রচিত ধ্রুপদি কবিতা ‘মানতিকুত তোয়ায়ের’ অবলম্বনে রচিত এ নাটকের প্রযোজনায় গবেষণা ও আর্থিক সহযোগিতা দিয়েছে চট্টগ্রামভিত্তিক সুফিদর্শন গবেষণাকেন্দ্র দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট।
নাট্যকার শাহমান মৈশান বলেন, ‘এ নাটক বস্তুত ধ্রুপদি সুফি সাহিত্যের সঙ্গে আমার নিজের সময়ের ঘনিষ্ঠতা সন্ধানের একটি নান্দনিক-রাজনৈতিক পদ্ধতির ফলিত রূপ। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের আগুনলাল সময়ের জঠরে বাস করে লিখেছি পাখিদের বিধানসভা। ফলে এ নাটক হয়ে উঠেছে আমাদের সময়ের সম্মিলিত রুহের শিহরণকম্পিত আধ্যাত্মিকতার এক রাজনৈতিক নাটলিপি।’
নির্দেশক আহমেদুল কবিরের ভাষ্যে, ‘একজন নির্দেশক হিসেবে সুফিবাদ নিয়ে নাটক নির্মাণ ছিল আমার জন্য সৃজনশীলতার এক অনন্য সুযোগ। নাটকটি সুফিবাদ ও আত্মান্বেষণের গভীর দর্শনকে ধারণ করে।
আরও পড়ুনজুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নাটক ‘হাহাকার’০৩ ফেব্রুয়ারি ২০২৫এর মহড়াপ্রক্রিয়া তাই একটি গতিশীল ও অনন্য অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে, যা কেবল নাটক নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের অভিজ্ঞতা, আত্মান্বেষণ এবং আধ্যাত্মিক বোঝাপড়ার এক প্রাণবন্ত যাত্রা। নাটকের মাধ্যমে আমরা এক বিশেষ প্রশ্নের মুখোমুখি হই, আমরা কি যথার্থই জানি যে আমাদের জীবনের নিহিত অর্থ কী আর কীভাবেই–বা আমরা সেই অর্থ সন্ধান করতে পারি? এ নাটক সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের অনুপ্রাণিত করে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন টকট
এছাড়াও পড়ুন:
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে বার্সেলোনা
লা লিগার পর এবার কোপা দেল রে, ভ্যালেন্সিয়াকে একের পর এক ধাক্কা দিয়ে যাচ্ছে বার্সেলোনা। গত মাসের শেষদিকে লা লিগায় ৭-১ গোলে বিধ্বস্ত করার পর এবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে ৫-০ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে কাতালানরা।
বার্সার এ বিশাল জয়ের নায়ক ছিলেন ফেরান তোরেস। মাত্র ৩০ মিনিটেই দুর্দান্ত হ্যাটট্রিক করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বলা যায়, এদিন ঘরের ছেলের হাতেই বিধ্বস্ত হয়েছে ভ্যালেন্সিয়া। তোরেসের জন্মভূমি ভ্যালেন্সিয়ার ফয়েস নামক শহরে, যেখানে তার ফুটবল ক্যারিয়ারের শুরুও হয়েছিল। সেই শৈশবের ক্লাবের বিপক্ষেই বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিলেন তিনি।
মাস্তেলা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে এগিয়ে নেন তোরেস। এরপর ১৭ মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে সেটি গোলে পরিণত করেন তিনি। ৫ মিনিট পর ফারমিন লোপেজের দুর্দান্ত গোল ব্যবধান বাড়িয়ে দেয়। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তোরেস, বার্সাকে এগিয়ে দেন ৪-০ গোলে।
বিরতির পরও বার্সার আধিপত্য বজায় থাকে। ৫৯ মিনিটে ইয়ামাল গোলকিপারের ভুল কাজে লাগিয়ে স্কোরলাইন ৫-০ করেন। এরপর আর কোনো গোল না হলেও, ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে। আগামী বুধবার অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ড্র।