প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার
Published: 7th, February 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। জাতীয় ঐকমত্য গঠনে ছয় মাসের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, মনির হায়দারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হলো।
মনির হায়দার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায়যায়দিন, ইত্তেফাক ও মানবজমিন পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
আহতরা হলেন, ঢাকা কলেজের মানবিক বিভাগের জাফরি (১৭)। সিটি কলেজের বাণিজ্য বিভাগের সামি। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুই পক্ষই একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তবে কী কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।
ঢাকা/রায়হান/ইভা