Samakal:
2025-02-06@22:22:58 GMT

অভিনেত্রী সোহানা সাবা আটক

Published: 6th, February 2025 GMT

অভিনেত্রী সোহানা সাবা আটক

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তার হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

মামুন মাহমুদকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল, জেলা কৃষক দল, ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন, সোনারগাঁও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন ও আড়াইহাজার থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ফুলের এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় মামুন মাহমুদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। আমরা ১৫ বছর ধরে জনগনের ভোটের অধিকার আদায়ের লড়াই করছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, অনেকে বাড়িঘর ছাড়া ছিলেন। 

শীতের দিনে অনেকে ফ্লোরে ঘুমিয়েছেন। নিজের স্বার্থে নয়, দলের স্বার্থে, জনগনের স্বার্থে এই আন্দোলন করেছেন। যে ভোটের অধিকারের জন্য এতো জীবন দিতে হলো, সে ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। 

এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের ভোটের অধিকার ও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। এই সরকারকে অবশ্যই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ সবাই সতর্ক থাকবেন। 

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান একটা ভিন্ন প্রেক্ষাপটে এ কমিটি দিয়েছেন। আমাদের সবার দায়িত্ব দলকে শক্তিশালী করা। আমার সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই।   
 

সম্পর্কিত নিবন্ধ

  • হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে
  • কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
  • কারামুক্ত শ্রমিক দল নেতা শামীমকে ফুল দিয়ে বরণ 
  • মামুন মাহমুদকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত
  • মামুন মাহমুদকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন
  • শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে আছি : টিপু