ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তবে সরকার তাঁদের যথার্থ মূল্যায়ন করতে পারেনি উল্লেখ করে তিনি প্রশ্ন করেছেন, ‘সৌদি আরবের বিমানভাড়া এত বাড়ল কেন?’

উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন রাশেদ খাঁন। বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাশেদ খাঁন বলেন, প্রবাসীরা গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করায় হাসিনার গদি কেঁপে ওঠে। মধ্যপ্রাচ্যে ৫৭ জন প্রবাসী গ্রেপ্তারও হন; কিন্তু সরকার তাঁদের ঠিকভাবে মূল্যায়ন করেনি। সৌদি আরবের বিমানভাড়া এত বাড়ল কেন?

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘সিন্ডিকেট ধরতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন। অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যার বিচার করতে পারছে না। আওয়ামী লীগ ও শেখ পরিবারকে ধরতে পারছে না। তারা এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। দ্রব্যমূল্য হুহু করে বাড়ছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, এখনো সচিবালয়, পুলিশ, প্রশাসন, র‍্যাব ও বিজিবিতে আওয়ামী লীগ রয়েছে। অন্তর্বর্তী সরকার এখনো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করেনি। তারা জনগণের আবেগ নিয়ে খেলছে। এভাবে চলতে থাকলে তারা ব্যর্থ হবে। আর সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে।

মানববন্ধনে গণ অধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান দাবি করেন, উড়োজাহাজের টিকিটের দাম কমানোর জন্য ভ্রমণ কর, আবগারি শুল্ক, ল্যান্ডিং ও পার্কিং চার্জসহ সব অপ্রয়োজনীয় চার্জ প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে আরও যেসব দাবি জানানো হয়, তার মধ্যে রয়েছে সাত দিনের মধ্যে উড়োজাহাজের টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে আনতে হবে ও দাম কমাতে হবে; বাংলাদেশ বিমানের পাশাপাশি অন্যান্য দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের ফ্লাইটের সংখ্যা বাড়াতে হবে; টিকিটের দাম স্থিতিশীল রাখতে একটি রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপগামী ফ্লাইটের টিকিটের দাম চরম পর্যায়ে পৌঁছেছে, যা প্রবাসী কর্মীদের জন্য ভয়াবহ সংকট সৃষ্টি করেছে। অতিরিক্ত ভাড়ার কারণে বহু কর্মী বিদেশে যেতে পারছেন না, যা তাদের জীবিকা এবং দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আব্দুর জাহের, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান এবং গণ অধিকার পরিষদ ও প্রবাসী অধিকার পরিষদের নেতারা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আওয় ম সরক র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন

 নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলর হোসেন মিয়াসহ তার লোকজনকে টাকা না দিলেই সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা দিয়ে বিতাড়িত করার প্রতিবাদে মানববন্ধন ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।

বুধবার (৫ ফেব্রুয়ারী ) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য প্রদান করেন ভুক্তভোগী বিতাড়িত বাসিন্দা আব্দুল বাকি, রিমন মিয়া, শাহেরা, ইয়াছমিন বেগমসহ অর্ধশত নারী পুরুষ। বক্তারা বলেন,সাবেক কাউন্সিলর হোসেন মিয়ার পছন্দের লোক না হলেই মোটা অংকের টাকা দাবী করে। ওই টাকা না দিলেই  আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরে তালা ঝুলিয়ে দেয়। এ কাজে স্থানীয় কেন্দুয়া ভুমি অফিসের দালাল হাছান মিয়ার মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করে হয়রানি করে আসছে। এ ঘটনায় তদন্ত করে বিচারের দাবী করেছেন মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা। পরে ইউএনও সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা৷  পরে ইউএনওর সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে ভুক্তভোগীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে  অভিযোগ অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর হোসেন মিয়া।

সম্পর্কিত নিবন্ধ

  • ব্যবসায়ীদের মানববন্ধন, মালয়েশিয়ায় ফের সিন্ডিকেটের শঙ্কা
  • মামলা না করে আসামি গ্রেপ্তারের দাবি, পুলিশ বলছে চাপ সৃষ্টি
  • ‘বাবার শেষ চিহ্নটুকু ফিরিয়ে দিন’
  • রূপগঞ্জে সরকারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন
  • রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানববন্ধন
  • সংঘর্ষের তিন দিন পরও কমেনি উত্তেজনা
  • ইবির নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান দাবি
  • ইবি প্রক্টরের ওপর হামলার অভিযোগে মানববন্ধন
  • শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবিতে মানববন্ধন