বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর যে কীর্তি গড়ল জিম্বাবুয়ে
Published: 6th, February 2025 GMT
ক্রিকেটে কীর্তি কত ধরনের হয়! কিছু কীর্তি আছে, মাঠে নামলেই হয়ে যায়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার তেমনই এক কীর্তিতে আজ ভাগ বসিয়েছে জিম্বাবুয়ে। এত দিন শুধু বাংলাদেশ ও শ্রীলঙ্কাই সব টেস্ট দলকে ঘরের মাঠে আতিথেয়তা দিয়েছে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট আয়োজন করে সেই কীর্তি ছুঁয়েছে জিম্বাবুয়েও।
২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর দেড় যুগ ক্রিকেটের দীর্ঘ সংস্করণে মোট দল ছিল ১০টি। ২০১৮ সালে নতুন করে যুক্ত হয় আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
গত ৭ বছরে আফগানিস্তান দল টেস্ট খেলেছে ৬টি দলের বিপক্ষে, আজকের আগপর্যন্ত আয়ারল্যান্ড দল ৫টির বিপক্ষে। অপর দিকে ১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ে ঘরের মাঠে দশম প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে গত বছরের ফেব্রুয়ারিতে। আজ শুরু বুলাওয়ে টেস্ট দিয়ে আয়ারল্যান্ডকে আতিথেয়তা দিল তারা।
নিজের অভিষেক টেস্টেই নেতৃত্ব দিচ্ছেন জোনাথন ক্যাম্পবেল, যা এই শতাব্দীতে দ্বিতীয় ঘটনা।নিজেদের মাটিতে সব টেস্ট দলকে আতিথেয়তা দেওয়ার প্রথম কীর্তিটি গড়ে বাংলাদেশ। ২০২৩ সালের এপ্রিলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে সব দলকে নিয়ে ঘরের মাঠে টেস্ট আয়োজনের চক্র পূরণ করে বাংলাদেশ। শ্রীলঙ্কা চক্র পূরণ করে গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানকে দিয়ে। তার আগে আয়ারল্যান্ডকে আতিথেয়তা দিয়েছিল ২০২৩ সালে।
বুলাওয়েতেও জিম্বাবুয়ের বিপক্ষে ১ ম্যাচের সিরিজই খেলছে আয়ারল্যান্ড। যে টেস্টে টসে জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড তুলেছে ২৬০ রান। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ৭ উইকেট। প্রথম ইনিংসে ১ উইকেটে ৭২ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।
ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ৭ উইকেট.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
চেলসির ২১ হাজার কোটি টাকার স্কোয়াডই ইউরোপে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল
২০২৪ অর্থবছর শেষে দলবদল ফি বিবেচনায় চেলসির স্কোয়াডই ইউরোপে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বলে জানিয়েছে উয়েফার নতুন প্রতিবেদন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ‘ইউরোপিয়ান ক্লাব ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দলবদল খরচে সব মিলিয়ে ১৬৫ কোটি ৬০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭২৮ কোটি ৩৭ লাখ টাকা) খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
আরও পড়ুন২০৩০ বিশ্বকাপে ৬৪ দলকে খেলানোর প্রস্তাব, বিবেচনা করছে ফিফা৫৭ মিনিট আগেদল গড়তে চেলসির এই খরচ ছাপিয়ে গেছে ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪২ কোটি ইউরোর স্কোয়াডকে। পেছনে পড়েছে ২০২০ সালে রিয়াল মাদ্রিদের ১৩৩ কোটি ইউরোর স্কোয়াডও।
২০২২ সালে মার্কিন ধনকুবের টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল চেলসি কিনে নেওয়ার পর ক্লাবটিতে এ পর্যন্ত ৪১ খেলোয়াড়কে সই করানো হয়েছে। কিন্তু মাঠে তাঁরা সাফল্য পাচ্ছে না। গত মৌসুমে ছয়ে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। এবার ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পিছিয়ে আছে ২১ পয়েন্ট ব্যবধানে। ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
রিয়াল মাদ্রিদ ২০২৩ সালে সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছে