সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসা ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে কিছু ব্যক্তি নগরের পীরমহল্লা এলাকায় আফতাব খানের বাসার সামনে এসে ভাঙচুর চালান। একপর্যায়ে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আফতাবের বাসা প্রথম দফায় ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-নাশকতার অভিযোগে আফতাবের বিরুদ্ধে অন্তত ২০ থেকে ২৫টি মামলা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আফতাব পলাতক আছেন। ৫ আগস্টের পর থেকে ওই বাড়িতে কেউ থাকতেন না।

সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান রাত সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা ১৫ মিনিট আগে অগ্নিসংযোগের খবর পেয়েছেন। এখন ঘটনাস্থলে যাচ্ছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সেটা জানতে পারেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফত ব

এছাড়াও পড়ুন:

চীনে গেলেন রোগীদের প্রথম দল, খুলল চিকিৎসার নতুন দুয়ার

উন্নত চিকিৎসাসেবা নিতে চীনা দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশি রোগীদের প্রথম দল সোমবার চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

এদিন দুপুর আড়াইটায় ফ্লাইটে ১৪ রোগী, ৫ জন বাংলাদেশি চিকিৎসক, ৫ ট্রাভেল এজেন্ট ও ১ সাংবাদিকসহ ৩১ সদস্যের দল কুনমিং উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

দলটিকে বিদায় জানাতে এ সময় বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দীন, কালচারাল কাউন্সেলর লি শাওফেংসহ সংশ্লিষ্টরা।

কুনমিংয়ের পাবলিক হাসপাতাল, ইউননান কার্ডিওভাসকুলার হাসপাতাল, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং ইউননান ক্যান্সার হাসপাতালসহ চারটি হাসপাতালে উন্নত প্রযুক্তি, মান, মেডিকেলসেবাসহ, বাংলা ও ইংরেজি দোভাষীসুবিধার সার্বক্ষণিক ব্যবস্থা থাকবে বাংলাদেশিদের জন্য বলে জানান ইয়াও ওয়েন।

ইয়াও ওয়েন বলেন, চাইনিজ এয়ারলাইন্স রোগীদের সুবিধার্থে স্বল্পমূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করছে, চিকিৎসা ভিসা আরো সহজতর করতে দূতাবাস সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দীন বলেন, চীন বাংলাদেশ ৫০ বছরে এই উদ্যোগের মধ্য দিয়ে সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হল।

সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তিনি বিদেশে চিকিৎসা সমস্যায় বাংলাদেশিদের জন্য চীনকে এগিয়ে আসার অনুরোধ করেন। তারই প্রেক্ষিতে চীন সরকার সেদেশের চারটি হাসপাতালে বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছেন বলে জানান পররাষ্ট্র সচিব।

সফররত বাংলাদেশি চিকিৎসকরা সে দেশের চিকিৎসার ধরন, প্রযুক্তি ও মান সম্পর্কে অবগত হবেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করবেন।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ