ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের ‘গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলি’। এতে গ্লো অ্যান্ড লাভলির নতুন ইনোভেশন, ‘ব্রাইটেনিং ফেস সিরাম’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার ফারহানা বীথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ প্রায় ৪০ জন কনটেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাবিলা নূর ও উপস্থাপক সারাহ আলম অনুষ্ঠানে অংশ নেন।

গ্লো অ্যান্ড লাভলি সব সময় নারীদের সৌন্দর্যচর্চার প্রয়োজনীয়তা মাথায় রেখে নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসে। এবার ব্র্যান্ডটি এনেছে ‘গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম’, যা নায়াসিনামাইডসহ বিশেষ উপাদানে তৈরি। এটি ৪ গুণ বেশি উজ্জ্বলতা দেয়।

বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে ইনফ্লুয়েন্সাররা স্কিন কেয়ার নিয়ে কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে সাবিলা নূর নতুন প্রোডাক্টের ঘোষণা দেন। এরপর ইনফ্লুয়েন্সাররা প্রোডাক্ট টেস্টিং বুথে সিরাম ব্যবহার করে রিভিউ তৈরি করেন এবং কনটেন্ট তৈরি করেন।

সাবিলা নূর ইনফ্লুয়েন্সারদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং তাঁদের মতামত শোনেন। তিনি বলেন, ‘তাঁরাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।’ নতুন প্রোডাক্ট সম্পর্কে তিনি বলেন, ‘সিরাম এখন স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ। গ্লো অ্যান্ড লাভলি এটি সহজলভ্য করে সবাইকে চমকে দিয়েছে।’

অনুষ্ঠানে গ্লো অ্যান্ড লাভলির সাদা ও গোলাপি থিমের সজ্জা ছিল লক্ষণীয়। পুরো আয়োজনটি পরিচালনা করে স্পেস মিডিয়া প্রোডাকশন। অনুষ্ঠানের শেষ মুহূর্তে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে গ্রুপ ছবি তোলার মাধ্যমে পর্দা নামে ‘গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলি’-এর এক গ্লোয়িং সন্ধ্যার। সংবাদ বিজ্ঞপ্তি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইনফ ল য় ন স র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জুতার গুদামে আগুন

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনে একটি বিপণিকেন্দ্রের জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাতে তামাকুমন্ডি লেনের রহমান ম্যানসন নামের বিপণিকেন্দ্রের গুদামে এ অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তারা রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি আগুন নেভাতে কাজ করে। রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আগুন লাগার পর ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতা করেছেন স্থানীয় লোকজনও। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো গুদামের মধ্য থেকে ধোঁয়া উঠছে। সেখানে কয়েকটি কক্ষ রয়েছে। বিপণিকেন্দ্রের তৃতীয় তলায় গুদামটির অবস্থান।

সম্পর্কিত নিবন্ধ