রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটাপন্ন করে তুলেছে বলে মনে করেছে বাম গণতান্ত্রিক জোট । তাদের ভাষ্য, দেশে কোনো সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়। এর দায় সরকারকেই নিতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের জরুরি সভা শেষে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিদেশে বসে এমন কিছু উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা আন্দোলনকারী শক্তিসহ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এসব ঘটনা সামনে রেখে দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ নানা জায়গায় ভাঙচুর এবং এসব বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে। দেশে কোনো সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেও কাঙ্ক্ষিত নয়। এর দায় সরকারকেই নিতে হবে।

সারা দেশে জানমালের নিরাপত্তা বিধান, ভয়ের আবহাওয়া সৃষ্টির পুনরাবৃত্তি হতে না দিয়ে এবং সবার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাম জোট। বিবৃতিতে জোটের নেতারা বলেন, সরকারের নিষ্ক্রিয়তা থাকলে পুরো ঘটনা আরও জটিল হয়ে পড়বে, যা গণ-অভ্যুত্থানের চেতনাকেই প্রশ্নবিদ্ধ এবং নানা শক্তিকে অপতৎপরতা চালানোর সুযোগ করে দেবে।

আরও পড়ুনভেঙে দেওয়া হচ্ছে ৩২ নম্বরের বাড়ি২১ ঘণ্টা আগে

বিভিন্ন গণতান্ত্রিক দল, শক্তি এবং দেশের সচেতন মহলকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থেকে চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় বিবৃতিতে। একই সঙ্গে তারা রাজনৈতিকভাবেই সব ধরনের ফ্যাসিবাদকে মোকাবিলা করারও আহ্বান জানায়।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে আজকের সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মাদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

আরও পড়ুনশেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র র ন ষ ক র য ত গণত ন ত র ক য় সরক র র ঘটন ধরন র

এছাড়াও পড়ুন:

মিরাজ-তাইজুলের ব‌্যাটে তাকিয়ে বাংলাদেশ

:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯১/৭ (তাইজুল ৫ , মিরাজ ১৬)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭/১০

বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৭ উইকেটে ২৯১। লিড কেবল ৬৪। স্কোরবোর্ডের এই চিত্রটা আরো সুন্দর হতে পারত। লিডটা আরো বাড়তে পারত। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় হঠাৎ ব‌্যাটিং ধসে সবকিছুই পাল্টে গেল। 

বাংলাদেশের ভরসা এখন মিরাজ, তাইজুল। অপরাজিত এই দুই ব‌্যাটসম্যান বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন। তাদের পর আছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। লেজের এই দুই ব‌্যাটসম‌্যানও ব‌্যাটিংয়ে সামর্থ‌্য রাখেন। শেষ দিকের লড়াইয়ে বাংলাদেশ লিড কোথায় নিয়ে যেতে পারে সেটাই দেখার।

আরো পড়ুন:

বেসামাল বিসিবি ডেকেছে জরুরি বোর্ড মিটিং  

৩০ কোটির স্পনসরশিপ, ৫ শতাংশ মুনাফা-আর্থিক অনিয়মের অভিযোগে বিসিবির

গতকাল শেষ বিকেলে মাত্র ৪ ওভার দ্বিতীয় নতুন বলে খেলা হয়েছে। আজকের সকালে  ব‌্যাটসম‌্যানদের নতুন বলে কঠিন পরীক্ষা দিতে হবে। মুজারাবানি, এনগাভারার পেসের সঙ্গে অভিষিক্ত মাসেকেসার ঘূর্ণিতে টিকে থাকতে হবে দলকে। 


 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ