গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয় গুড়িয়ে দিল ছাত্র-জনতা
Published: 6th, February 2025 GMT
গাইবান্ধা শহরের ডিবি রোডের রেলগেটস্থ জেলা আওয়ামী লীগের আধপাকা টিনশেড কার্যালয় গুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ৯টা থেকে এস্কেভেটর মেশিন দিয়ে ভাঙা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। সাড়ে ৯টা থেকে এস্কেভেটর মেশিন দিয়ে ভাঙা শুরু হয়। রাত সোয়া ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর চলছিল।
এরআগে শহরের রেলগেট এলাকায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী মিছিল করে। পরে তারা স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের বিভিন্ন অংশ জানালা দরজা ও পুরো ভবন গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুল ইসলাম তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ করেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
শরীয়তপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রোহান শেখ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার ( ৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোহান শেখ পৌরসভার উত্তর বালুচড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকার জাহিদ শেখের ছেলে।
স্থানীয় ও সিসিটিভি ফুটেছে সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মোটরসাইকেল মেরামতের জন্য বের হন রোহান। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে রোহান শেখ আহত হন।
স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
শরীয়তপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। আহত যুবক ঢাকায় চিকিৎসাধীন জানি। তবে, মৃত্যুর খবর পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/আকাশ/রাজীব