আশঙ্কা আগেই ছিল, তবে আশার বাণীও ছিল। কিন্তু সত্যি হয়েছে আশঙ্কাই। ইতিহাসের উষ্ণতম জানুয়ারি মাসের খেতাব পেয়েছে চলতি বছরের জানুয়ারি। ইউরোপের পরিবেশ মনিটর কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা বৃহস্পতিবার প্যারিসে দিয়েছে এই তথ্য।

সংস্থাটি বলছে, শিল্পবিপ্লবের আগের তুলনায় ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে গত মাসের তাপমাত্রা। যদিও বিজ্ঞানীরা আশা করেছিলেন, শীতল ‘লা নিনা’ অবস্থার কারণে গত বছরের রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক তাপমাত্রা এ বছরে এসে কিছুটা কমবে। কিন্তু তাপমাত্রা না কমে উল্টো রেকর্ড মাত্রায় অথবা রেকর্ড মাত্রার কাছাকাছি অবস্থান করছে। কেন আবহাওয়ার এমন বৈরী রূপ– এ প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাননি আবহাওয়াবিদ ও বিজ্ঞানীরা।

কোপারনিকাসের জলবায়ু বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস বলেছেন, আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম, তেমন হচ্ছে না। বৈশ্বিক তাপমাত্রায় শীতল লা নিনার প্রভাব দেখা যাচ্ছে না।

কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সংস্থা বলেছে, বৈশ্বিক থার্মোস্ট্যাটে মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ এখন চরমে পৌঁছেছে। আবহাওয়ার এই চরমভাবাপন্ন অবস্থার বিরূপ প্রভাবে মানবজাতির পাশাপাশি বড় আকারের ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতির। হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। দ্য গার্ডিয়ান।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বৃহস্পতিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার সকালে এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ এলাকা ও আশকোনাসহ আশপাশের সব এলাকায় (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত) সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিবন্ধ