আওয়ামী লীগও নিষিদ্ধ হবে: লক্ষ্মীপুরে এ্যানি
Published: 6th, February 2025 GMT
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ যে অত্যাচার-নির্যাতন করেছে, তাতে হাসিনা নিষিদ্ধ হয়ে গেছেন। আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ছিলাম, জেল খেটেছি। সুতরাং সবাইকে নিয়ে আমাদের পরবর্তী লক্ষ্য এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়া। এই ওয়াদা নিয়ে আমরা মাঠে নেমেছি।’
আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ দিদার হোসেন প্রমুখ।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘৫ আগস্টের পর অনেকেই বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করার কোনো সুযোগ নেই। অনেকেই বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না কেন, একটা দলকে হুট করে নিষিদ্ধ করা যায় না। যদি বিচার হয়, এমনিতে নিষিদ্ধ হয়ে যাবে। সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ-আলোচনার ভিত্তিতে নিষিদ্ধ করা আমাদেরও দাবি। আমরা শুধু বিএনপির জন্য, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করিনি। জনগণের জন্য, দেশের জন্য, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই: অনিন্দ্য ইসলাম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘‘নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবার সুযোগ নেই। জনগণের বাংলাদেশ জনগণের হাতে তুলে দেওয়ার জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’’
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। যশোর-চৌগাছা সড়কের বাগডাঙ্গা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গত ১৭ বছর অপেক্ষা করেছি আমরা। সেই রাষ্ট্র এখনো আমরা পাইনি। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে তারা নির্বাচন দেবে।’’
আরো পড়ুন:
নাটোরে মহাসড়কে বিক্ষোভ, বিএনপি নেতার কুশপুতুল দাহ
স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে একই মঞ্চে আ.লীগ নেতা
চুড়ামনকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে অমিত বলেন, ‘‘সকল ধর্ম-বর্ণের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’’
একইসঙ্গে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘‘আওয়ামী নেতাকর্মী ও গুণ্ডাদের আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের জায়গা বিএনপিতে হবে না।’’
সমাবেশে তিনি আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষি ও কৃষকের জন্য তারেক রহমান ঘোষিত নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা কৃষক দলের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা/রিটন/বকুল