রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ৭ ঘণ্টা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল আলী (৩২), মোহাম্মদ আলী (৪০), মো.

রবিউল (২৫), মো. রাজু (১৮), সাইফুল ইসলাম (২৭),  মো. রকিব (১৮), শিমুল (২৪),  ফাইজুল সরকার (৩০), মহর আলী (২৯), শাওন (২০), মেহেদী হাসান ওরফে অন্তর (২০),  মোসা. মুন্নি (২০), মো. রজব (২০), মো. সোহেল (২৮), মো. শাহজাদা (২২), মো. হৃদয় (২৬), মো. রিপন (৪৬), মিজানুর রহমান (৩৮), শাহ আলম (৪০), মো. রিপন শিকদার (৪২), মো. গোলাপ (২৪), মোছা. আসমা খাতুন (২৬) ও মোছা. মনুফা খাতুন (২৮)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খবর জানিয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী সন্ত্রাসী, চোর, গ্রেপ্তারি পরোয়ানার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন  

ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ভোরে রাজধানীর কয়েকটি থানা ঘুরে দেখছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা (ক্রম অনুযায়ী) পরিদর্শন করছেন। 

সম্পর্কিত নিবন্ধ