না.গঞ্জ প্রজন্মদলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন অধ্যাপক মামুন মাহমুদ
Published: 6th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মামুন মাহমুদের কার্যালয়ে গিয়ে জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের নেতৃতে তাকে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় নিজ অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশে বর্তমানে প্রায় ৪ কোটি নতুন ভোটার। তারা আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করে তাদের সুচিন্তিত মতামত পেশ করবেন। কাজেই এ চারকোটি নতুন ভোটারকে আমাদের দলে যতই অর্ন্তভুক্ত করতে পারবো, ততবেশি আমাদের দলকে শক্তিশালী করতে পারবো।
তাই আমি এ প্রজন্মদলকে অনুরোধ করবো, বর্তমানে প্রজন্মের যে যুবসমাজ রয়েছে তাদেরকে এ দলে সম্পৃক্ত করবেন। এবং এ দলের হাতকে আরও বেশি শক্তিশালী করবেন।
তিনি বলেন, আমি আশা করছি একসময় প্রজন্ম দল একটি বৃহৎ শক্তিশালী সংগঠনে পরিনত হবে। তাদের জন্য আমার আর্শিবাদ রইলো। আমি তাদের পাশে রয়েছি এবং থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক এরশাদ আহমেদ, জেলা প্রজন্মদলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানি খোকন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মামুন, হাজী সুমন, মহানগরের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম রিপন, ফতুল্লা থানা প্রজন্মদলের আহ্বায়ক মো: ইউসুফ চৌধুরী, সদস্য সচিব আলমগীর দেওয়ান, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সদর থানা প্রজন্মদলের আহ্বায়ক শাহীন মোল্লা, সদস্য সচিব ফারুক আহমেদ, বন্দর থানার সদস্য সচিব রফিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ আলমগীর, মো: অনিক, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক হাজী মনির হোসেন প্রধান, সদস্য সচিব আবুল হোসেন সানি, কাশীপুর ইউনিয়নের আহ্বায়ক মো: ফয়সাল, সদস্য সচিব ইমাম হোসেন, এনায়েত নগর ইউনিয়নের আহ্বায়ক আ: কাদির, সদস্য সচিব শাহীন নজরুল, যুগ্ম আহ্বায়ক তপন, রনি, ফারুক, জনি, জুলহাস, রিয়াজ প্রমূখ।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী (রোববার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র প রজন ম
এছাড়াও পড়ুন:
ভূঞাপুরের ইউএনওকে হুমকি দেওয়ায় আটক ১
টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তার কার্যালয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, “রানা নামে একজনকে আটক করা হয়েছে।”
এলাকাবাসী জানান, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ ভূঞাপুর বাসস্ট্যান্ডে আসেন অনেকেই কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। এসময় যাত্রীদের কাছ থেকে কয়েকটি পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ ওঠে।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
নারায়ণগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) পুলিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তারা প্রকাশ্যে ধূমপান, অবৈধভাবে গাড়ি পার্কিং এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকজন ব্যক্তি ও পরিবহনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেখানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত রানা ইউএনও’র কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ইউএনওকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে পুলিশে তাকে আটক করে।
ভূঞাপুরের ইউএনও মোছা. পপি খাতুন বলেন, “বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয় বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে। এ ঘটনায় রানা নামের একজন উপজেলা কার্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং আমাকে হুমকি দেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/কাওছার/মাসুদ