ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই ভাই সিকদার গ্রুপের পরিচালকও।

ন্যাশনাল ব্যাংক থেকে ১ হাজার ১৫৫ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে এই দু’জনসহ ৫৩ জনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার কমিশন মামলার অনুমোদন দিয়েছে। শিগগির কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাগুলো করা হবে।

সিকদার গ্রুপ পরিবারের সদস্য ও দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের যোগসাজশে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা উল্লেখ করে ঋণের ৪৯০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।

মরিয়ম কনস্ট্রাকশনের নামে একই ব্যাংক থেকে ৫৮৩ কোটি ১৩ লাখ আত্মসাতের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হবে।

প্রকৃতি অ্যাসোসিয়েটস লিমিটেডের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ২১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।

দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে পরস্পর যোগসাজশে এই ব্যাংক থেকে ৬১ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনকে আসামি করা হচ্ছে।

এ অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন– ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের এমডি মোহাম্মদ শরীফ উজ্জামান খান, চেয়ারম্যান মো.

ইসমাইল, পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি, তওসিফ সাইফুল্লাহ, দেশ টেলিভিশনের এমডি আরিফ হাসান, ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ (সিএম আহমেদ), ব্যাংকের সাবেক পরিচালক মনোয়ারা সিকদার, মিসেস পারভীন হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, মাবরুর হোসেন, সাব-রেজিস্ট্রার মো. রজব আলী প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: জন র ব র দ ধ

এছাড়াও পড়ুন:

কানাডার নতুন প্রধামন্ত্রী মার্ক কার্নি

কানাডার নতুন প্রধামন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধামন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।

আরও পড়ুনকানাডায় কে হচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি০৭ জানুয়ারি ২০২৫

কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ