জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত। 

জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর নারায়ণগঞ্জ শহরে স্বাগত মিছিল করে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতে।

স্বাগত মিছিলটি নারায়ণগঞ্জ ডি আই টি মসজিদ থেকে শুরু হয়ে ২ নং রেল গেট হয়ে   বি বি সড়ক দিয়ে চাষাড়া শহীদ মিনার এসে শেষ হয়।  

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় উক্ত মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জাব্বার।

এসময় তিনি বলেন আগামীকালের জনসমাবেশ স্বৈরাচারীদের চপেটাঘাত হিসাবে কঠিন জবাব হবে। নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় মানুষের পাশে থেকে কল্যাণকর ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামির নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জনাব জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী প্রচার বিভাগের হাফেজ আবদুল মোমিন, মানব সম্পদ বিভাগের মো জাকির হোসাইন সহ নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ স ব গত ম ছ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

জাবিতে স্কুল শিক্ষার্থীদের শিক্ষা-সামগ্রী দিল শিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জাবির সমাজবিজ্ঞান ভবনের সামনে শিবিরের নেতাকর্মীরা এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্যাপ্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে জাবি ছাত্রশিবির। আমরা বিশ্বাস করি শিশুদের পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রেরণা অনেক গুরুত্ব বহন করে এবং অগ্রসর হতে সাহায্য করে। এ অনুপ্রেরণা অব্যাহত থাকলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।”

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। এর একদিন পর ৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত হয়।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে কনসার্টের জন্য বইমেলা বন্ধ
  • পাসপোর্ট নবায়ন হলেও ৬৯ হাজার রোহিঙ্গাকে সৌদি আরব ফেরত পাঠাবে না
  • জাবিতে স্কুল শিক্ষার্থীদের শিক্ষা-সামগ্রী দিল শিবির
  • জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনে জামায়াতে নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন
  • ডা.শফিকুর রহমান`র আগমন উপলক্ষে আইনজীবীদে মাঝে লিফলেট বিতরণ 
  • পাঠকের চাহিদা না জেনেই বই যায় পাঠাগারে
  • কুবিতে বিপ্লব পরবর্তী শিক্ষাঙ্গন ও গণমাধ্যম নিয়ে আলোচনা
  • আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি, মানুষ বিরক্ত হয়: শাহরুখ খান
  • ৪০ খিত্তায় ২২ জেলার মুসল্লিদের সময় কাটছে ধর্মীয় বয়ান শুনে