চেম্বার থেকে সরে দাঁড়ালেন মডেল মাসুদসহ ৭ প্রার্থী
Published: 6th, February 2025 GMT
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সদ্য সাবেক সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানসহ মোট ৭ জন প্রার্থী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় চানঁমারীস্থ সংগঠনটির কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা এ তথ্য জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নির্বাচন বোর্ডের সদস্য মাহমুদ হোসেন, স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা জানান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩ ফেব্রুয়ারী প্রকাশিত বৈধ প্রার্থীদের মধ্য থেকে জেনারেল গ্রুপের ৬ জন মাসুদুজ্জামান, রতন কুমার সাহা, মোহাম্মদ বজলুর রহমান, মো: আ: হাই রাজু, মাহফুজুর রহমান খান (মাহফুজ) ও এম নাসির উদ্দীন এবং অ্যাসেসিয়েট গ্রুপের ১ জন মোহাম্মদ মনিরুল ইসলামসহ মোট ৭ জন প্রার্থী বুধবার (০৫ ফেব্রুয়ারী) তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তফসিল অনুযায়ী বাকী ১৯ জন প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হচ্ছে।
চূড়ান্ত প্রার্থীরা হলেন, জেনারেল গ্রুপে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো: সোহাগ, মো: গোলাম সারোয়ার (সাঈদ), মো: মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো: হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল মামুন।
অ্যাসেসিয়েট গ্রুপে মো: মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ¦ মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। এবং ট্রেড গ্রপে শ্রী বিকাশ চন্দ্র সাহা।
এক প্রশ্নের জবাবে প্রবীর কুমার সাহা বলেন, যেহেতু এ ১৯ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার মত আর কোন প্রার্থী নেই। সুতরাং এক্ষেত্রে নির্বাচনের কোন সুযোগ থাকছেনা। এ ১৯ জন প্রার্থীই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হচ্ছেন। এখন তারাই এ সংগঠনের সভাপতি ও সিনিয়র সহ সভাপতিসহ তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জন প র র থ র রহম ন
এছাড়াও পড়ুন:
রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপনআজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চেয়ারম্যানবাড়ী সংলগ্নবাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) মরহুমের দাফন সম্পন্ন হবে।মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ওএক মেয়ে এবং আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।
আহাম্মদ আলী রেজা রিপনেরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।