গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবট এখন জিমেইলসহ গুগলের বিভিন্ন সেবায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যায়। ব্যবহারকারীদের সুবিধার্থে চালু করা হলেও অনেকেই জিমেইলে জেমিনি চ্যাটবট ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে চাইলেই জিমেইলে জেমিনি চ্যাটবটের কার্যক্রম বন্ধ করা সম্ভব। জিমেইলে জেমিনির কার্যক্রম বন্ধের কৌশল দেখে নেওয়া যাক।

জিমেইলে জেমিনির কার্যক্রম বন্ধের জন্য প্রথমে ওয়েব ব্রাউজার থেকে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান কোনায় থাকা সেটিংস আইকনে ক্লিক করে ‘অল সেটিংস’ অপশন নির্বাচন করতে হবে। এবার জেনারেল সেকশনে মধ্যে স্ক্রল করে ‘গুগল ওয়ার্কস্পেস স্মার্ট ফিচার’ নামের অপশন খুঁজে বের করতে হবে। এরপর ওয়ার্কস্পেস স্মার্ট ফিচার সেটিংস ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করে ‘স্মার্ট ফিচার’ বন্ধ করে সেভ বাটনে ক্লিক করতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য টবট

এছাড়াও পড়ুন:

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বাংলাদেশের ইতিহাস

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। আগে ব্যাট করে অধিনায়ক জ্যোতির সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান। জিততে হলে এই রানের মধ্যেই থামাতে হবে থাইল্যান্ডকে।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিম। এরপর শারমিনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা। দলীয় ১১৯ রানে ফারজানার বিদায়ে ভাঙে এই জুটি। ৮২ বলে ৪ বাউন্ডারিতে ৫৩ রান তোলেন ফারজানা। এরপর জ্যোতির সঙ্গে ১৫২ রানের বড় জুটি গড়েন শারমিন। যেখানে জ্যোতি সেঞ্চুরি পেলেও ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন। ৮০ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় জ্যোতি ফেরেন ১০১ রান করে। তার বিদায়ে বাংলাদেশ থামে ২৭১ রানে। থাইল্যান্ডের হয়ে মায়া, পুত্তাংয়ু ও  কামছম্পু নেন একটি করে উইকেট।

থাইল্যান্ডকে পেয়ে জয় ছাড়া কিছু ভাবতে রাজি নয় বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথমবার থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে সাতবার, যেখানে প্রতিবারই জয় পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রেখে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করতে চায় নিগার-ফারজানারা।

বাংলাদেশ একাদশ: ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।

সম্পর্কিত নিবন্ধ

  • ফেসবুকে বন্ধুতালিকা লুকিয়ে রাখবেন যেভাবে
  • সাভারে দিনদুপুরে আবার চলন্ত বাসে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাই
  • ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইনজুরিতে বাভুমা
  • রেকর্ড, রেকর্ড ও রেকর্ড
  • সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ‘এগুলো ওঠাও’
  • হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ও ভিডিও ডাউনলোড ঠেকাতে নতুন সুবিধা আসছে
  • জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বাংলাদেশের ইতিহাস
  • গুগল মেসেজেস অ্যাপে যুক্ত হলো আনসাবস্ক্রাইব বাটন, যে সুবিধা পাওয়া যাবে
  • প্রবাসীদের ভোটপদ্ধতি পর্যালোচনায় পরামর্শক কমিটি করছে ইসি
  • হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে ফিরে পাবেন যেভাবে