আওয়ামী লীগ আমলে ক্যাম্পাসে সহপাঠীদের মারধরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ২২ জন শিক্ষার্থীর শাস্তির মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ অক্টোবর তাদের ক্যাম্পাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল গঠিত আপিল বিভাগ গত মঙ্গলবার নতুন করে শাস্তি বৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়। আজ বৃহস্পতিবার তা গণমাধ্যমের হাতে আসে। শাস্তিপ্রাপ্তরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অক্টোবরে ৭৫ জনকে শাস্তি দেওয়া হয়েছিল। এরপর শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৭ জন শাস্তি কমানোর জন্য আপিল করেন। এ ছাড়া কয়েকজন অভিযুক্তের শাস্তি কম হয়েছে দাবি করে ভুক্তভোগী বাদীরাও আপিল করেন। একাডেমিক কাউন্সিলের আপিল বোর্ড শুনানি গ্রহণ করে পরবর্তী সময়ে ২৪ জনের শাস্তি কমিয়েছে। তাঁরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তবে তাঁরা আবাসিক সুবিধা পাবেন না। একজনকে পুরোপুরি ক্ষমা করা হয়েছে। তিনি একাডেমিক এবং আবাসন সুবিধাও পাবেন।

জসিম উদ্দিন আরও বলেন, ২২ জনের শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাঁচ বছর শাস্তিপ্রাপ্তরা হলেন অভিজিত দাশ, আসেফ বিন তাকি ও রিয়াজুর ইসলাম। এ ছাড়া এক বছরের জন্য এক ছাত্রকে, দুই বছরের জন্য ১০ জনকে এবং তিন বছর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে আটজনকে। আগে তাদের সর্বোচ্চ দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক ড ম ক র জন য র র জন বছর র

এছাড়াও পড়ুন:

সরকারবিরোধী অপপ্রচারের লিফলেটসহ তিনজন আটক: পুলিশ

রাজধানীর আরামবাগ এলাকা থেকে সরকারবিরোধী অপপ্রচারের লিফলেটসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা। আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. নজরুল ইসলাম (৪২), মো. জাহাঙ্গীর বিশ্বাস (৩২) ও শিপন (২০)। তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ পুরাতন পোস্ট অফিস গলির সামনে একটি ভবনের নিচতলায় ‘উদয়ন প্রিন্টার্স’ নামের একটি দোকানে বিশেষ অভিযান চালায় মতিঝিল থানার একটি দল। অভিযানে সরকারবিরোধী অপপ্রচারের বেশ কয়েকটি লিফলেট এবং উক্ত লিফলেট তৈরির সিলভার রঙের টিনের চারটি প্লেট (ছাঁচ) উদ্ধার করা হয়। এ সময় ওই লিফলেটগুলো প্রিন্টিং ও প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, লিফলেটগুলোতে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচার এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি সফল করার আহ্বানসংবলিত লেখা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ