‘ছিনতাই প্রতিরোধে সার্জেন্টদের স্মল আর্মস দেওয়া হচ্ছে’
Published: 6th, February 2025 GMT
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাত আলী বলেছেন, ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দেওয়া হবে। এ সময় তিনি মহানগরীতে যানজট নিরসন ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
আজমপুরে সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘‘শুধু ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের নিয়মকানুন মেনে চললে হবে না, পাশাপাশি যাত্রী সাধারণসহ সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। সড়কের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল ব্যবস্থা চালু করা হচ্ছে। যাত্রীরা যাতে যত্রতত্র ওঠানামা না করে নির্দিষ্ট যাত্রী ছাউনী থেকে ওঠানামা করতে পারে, এই কার্যক্রম সফল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’’
তিনি আরও বলেন, ‘‘ঢাকা মহানগরীতে প্রায় আড়াই কোটি লোকের বসবাস। এখানে নানাবিধ সমস্যা রয়েছে। এর মাঝেও আমরা ভালো যাতে থাকতে পারি সে চেষ্টা সবাইকে করতে হবে। ঢাকাবাসী যাতে ভালো থাকে এর জন্য যা করা প্রয়োজন তা করা হবে। থানায় গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করছি। থানায় মামলা বা জিডি হলে জনগণের দোরগোড়ায় গিয়ে পুলিশি সেবা দেওয়া হচ্ছে। পুলিশের কেউ হয়রানি করলে আমাদের জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’’
ড্রাইভারদের নিয়োগপত্র ও মাসিক বেতন নিয়মিত দিতে পরিবহন নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানিয়ে আরো বলেন, ‘‘রাজধানীতে ছিনতাই প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দেওয়া হবে। ছিনতাই প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো.
এম/আর//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফেনীতে আ.লীগ কার্যালয় ও তিন সাবেক এমপির বাড়ি ভাঙচুর-আগুন
ফেনীতে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক তিন সংসদ সদস্যের ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের জিরো পয়েন্ট ট্রাঙ্ক রোড থেকে লাঠি হাতে শতাধিক ছাত্র-জনতা মিছিল করে পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত ফেনী-১ আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি গিয়ে সেখানে বাড়ির সীমানাপ্রাচীর ও দেয়াল ভাঙচুর করে। পরে বাড়িতে অগ্নিসংযোগ করে। একই সময়ে জেলা শহরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নানার বাড়িতে আগুন দেওয়া হয়।
ত্রিপুরা শহরে একটি বাড়ি ও একটি কার্যালয়ে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ।
তিনি বলেন, আন্দোলনকারীরা কর্মসূচি শেষে স্থান ত্যাগ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, সাবেক এমপি মাসুদ চৌধুরীর বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আগুন নিজ থেকে নিভে যাওয়ায় ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়নি।