ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তেকে অভিশংসিত করা হয়েছে। প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়রকে হত্যা, ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বুধবার দেশটির পার্লামেন্টে এ অভিশংসন নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। সংসদে ৩০৬ সদস্যের মধ্যে ২১৫ জন অভিশংসন প্রস্তাবে সমর্থন জানান। সরকারি অর্থের অপব্যবহার ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী পদক্ষেপের নিন্দা না করা নিয়ে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন তিনি।
সারা তাঁর অভিশংসন বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে তাঁর ভাই পাওলো দুতার্তে বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই অভিশংসন প্রস্তাব এখন সিনেটের ২৪ সদস্যের সামনে উঠবে, যারা একটি অভিশংসন আদালতের মতো কাজ করবেন। দ্য গার্ডিয়ান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল প ইন
এছাড়াও পড়ুন:
বৃহস্পতিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার সকালে এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ এলাকা ও আশকোনাসহ আশপাশের সব এলাকায় (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত) সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।