কাশ্মীর ইস্যুর সমাধান চাই: শাহবাজ
Published: 6th, February 2025 GMT
প্রায় আট দশক ধরে চলমান কাশ্মীর সংকট সমাধানে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
সেই সঙ্গে আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করতে কাশ্মীরের আগের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শাহবাজ।
বুধবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বিধানসভার বিশেষ অধিবেশনের ভাষণে শাহবাজ বলেন, আমরা কাশ্মীরসহ অন্যান্য যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। ভারতের উচিত, ২০১৯ সালের ৫ আগস্টের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা এবং জাতিসংঘের প্রতিশ্রুতি অনুযায়ী সংলাপের জন্য এগিয়ে আসা।
সে সময় পার্লামেন্টে ভোটের ভিত্তিতে সংবিধান থেকে ৩৭০ নম্বর ধারা বিলোপ করে নয়াদিল্লি। সেই ধারাটিতে জম্মু এবং কাশ্মীরকে ‘স্বায়ত্তশাসিত রাজ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সূত্র: ডন
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন
ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ৮ ফেব্রুয়ারি আলোকি কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ ফ্যাশন শোতে এপেক্স তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশন লঞ্চ করে। ঈদের জন্য বিশেষভাবে তিওয়াইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইনও নিয়ে আসে। এ ছাড়া ব্র্যান্ডটির বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিকের ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।
এ আয়োজনে রেড কার্পেট মিট অ্যান্ড স্ট্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। সাড়ে ৭টায় শুরু হয় মূল ফ্যাশন শো। সেখানে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিন্ট এলিগেন্স, পিষ্টি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এ ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখেন। এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ফ্যাশন শোর পাশাপাশি ওই অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি।