শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
Published: 6th, February 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ভাষাসৈনিক খান সাহেব এম ওসমান আলীর বাসভবন ‘বায়তুল আমানে’ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মহানগর বিএনপির নেতাদের উপস্থিতিতে কয়েক শ জনতা বাড়িটিতে হামলা ও ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে এক্সকাভেটর দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া শুরু হয়।
প্রয়াত এম ওসমান আলী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা। বর্তমানে ওই বাড়িতে কেউ থাকতেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বায়তুল আমানে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্যসচিব আবু আল ইউসুফের উপস্থিতিতে কয়েক শ বিএনপির নেতা–কর্মী ও বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁরা হাতুড়ি দিয়ে ওই ভবনের দেয়ালে ভাঙচুর করেন। একপর্যায়ে একদল বিক্ষুদ্ধ জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। এ সময় বাড়ি ভাঙতে এক্সকাভেটর আনা হয়। সীমানাপ্রাচীরের প্রধান ফটক ভেঙে এক্সকাভেটরটি ভেতরে প্রবেশ করে। তারপর সেটি দিয়ে বাড়ির দেয়াল ও ছাদ ভাঙা শুরু হয়। রাত ৯টায় প্রতিবেদন লেখার সময় বাড়িটি গুঁড়িয়ে দেওয়া চলছিল।
বাড়ির সীমানাপ্রাচীরের প্রধান ফটক ভেঙে এক্সকাভেটরটি ভেতরে প্রবেশ করে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ওসম ন
এছাড়াও পড়ুন:
প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে ছাত্র শিবিরের র্যালি
ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের খানপুর এলাকা থেকে শুরু হয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ঘুরে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে জাতীয় পতাকা নিয়ে অংশ নেন নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. ইসমাঈলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসান, দফতর সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান রফিক, শিক্ষা সম্পাদক কামরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক আল হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
সভাপতি মো. ইসমাঈল বলেন, ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের প্রতিটি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায়। এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে তারা সেখানে সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে।